বিপাকে ট্রুডো, জোট ছাড়ল ভারতের ‘টার্গেট’ খালিস্তানপন্থী জগমিত সিং

আগামী বছর নির্বাচন কানাডায় (Canada)। তার আগে জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সঙ্গ ছাড়ল অন্যতম জোট শরিক এনডিপি। এনডিপি নেতা জগমিত সিংয়ের (Jagmit Singh) এই আকস্মিক…

pro khalistani ndp leader left government justin trudue is in trouble before election

আগামী বছর নির্বাচন কানাডায় (Canada)। তার আগে জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) সঙ্গ ছাড়ল অন্যতম জোট শরিক এনডিপি। এনডিপি নেতা জগমিত সিংয়ের (Jagmit Singh) এই আকস্মিক সিদ্ধান্তে বেকায়দায় ট্রুডোর সরকার। যারফলে যখনতখন সরকার পড়ার আশঙ্কা করছেন সেদেশের অনেকেই।

পশ্চিমবঙ্গ বাংলাদেশ হবে না’, কড়া বার্তা মমতার!

   

বৃহস্পতিবার একটি রেডিও বার্তায় জোট ছাড়ার কথা ঘোষনা করেন জগমিত। তাঁর যুক্তি গত কয়েক বছরে একাধিক কেলেঙ্কারি ও আবাসন দুর্নীতিতে জড়িয়েছে ট্রুডোর লিবারাল সরকার। যারফলে দেশবাসীর কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। 

শুধু দেশেই নয়, হংকং-এ নিগ্রহের অভিযোগে গ্রেফতার হয় সন্দীপ

এদিকে ভোটের আগেই নিজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতেই জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় জগমিত। এমনটাই মনে করছে সেদেশের রাজনৈতিক মহল।

চারটি হাসপাতালকে কড়া হুঁশিয়ারি দিয়ে চিকিৎসকদের খোঁচা মমতার

অন্যদিকে গতবছর কানাডায় (Canada) খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যা করার জন্য ভারতের দিকে আঙুল তুলেছিল জাস্টিন ট্রুডো। ভারতের অভিযোগ, কানাডায় ভারত-বিরোধী খালিস্তানি কার্যকলাপে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জগমিত সিং জড়িত ছিলেন। তিনি ২০১৩ সালে ভারতে আসার ভিসা প্রত্যাখান করেন। জগমিতের যুক্তি ছিল, ১৯৮৪ সালে শিখ দাঙ্গায় অভিযুক্তদের সাজা দেয়নি ভারত সরকার। ফলে তিনি ভারতে আসতে অস্বীকার করেন। বিদেশের মাটি থেকেই ভারত বিরোধী কাজে যুক্ত ছিলেন তিনি। ফলে দীর্ঘদিন থেকে ভারতীয় গোয়েন্দাদের আতশ কাচের নিচে ছিলেন কানাডার এনডিপি নেতা জগমিত সিং।