HomeBharatPoliticsবিহারে বিপর্যয়ের পর মায়ের সঙ্গে মধ্যপ্রাচ্যে ছুটিতে প্রিয়াঙ্কা গান্ধী

বিহারে বিপর্যয়ের পর মায়ের সঙ্গে মধ্যপ্রাচ্যে ছুটিতে প্রিয়াঙ্কা গান্ধী

- Advertisement -

বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের হতাশাজনক ফল নিয়ে যখন কংগ্রেসের ভেতরে-বাইরে সমালোচনার ঝড় বইছে, ঠিক সেই সময়েই আলোচনার কেন্দ্রে উঠে এলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। ভোটের প্রচারের শেষলগ্ন থেকে তাঁদের আর দেখা যায়নি—না রাহুল গান্ধী, না প্রিয়াঙ্কা। ভোটের ফল ঘোষণার পরও তাঁরা প্রকাশ্যে আসেননি। এ নিয়ে দলের ভেতরে ক্ষোভ যেমন জমছিল, তেমনই প্রশ্ন উঠছিল, ঠিক কোথায় আছেন কংগ্রেসের এই দুই তারকা প্রচারক?

অবশেষে সূত্র মিলল মঙ্গলবার রাতে। কলকাতার এক বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় জানান, দুবাইয়ের বুর্জ খলিফা সংলগ্ন ফাউন্টেন শো দেখতে গিয়ে আচমকাই তাঁর মুখোমুখি হন প্রিয়াঙ্কা গান্ধী ও সোনিয়া গান্ধী। দীর্ঘদিনের পরিচিত একজন সম্পাদক অভীক সরকারের নাম উচ্চারণ করতেই মা–মেয়ের সঙ্গে তাঁর কথোপকথন শুরু হয় বলে দাবি ওই সাংবাদিকের।

   
riyanka-gandhi-dubai-vacation-after-bihar-election-setback
কলকাতার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় জানান, দুবাইয়ের বুর্জ খলিফা সংলগ্ন ফাউন্টেন শো দেখতে গিয়ে আচমকাই তাঁর মুখোমুখি হন প্রিয়াঙ্কা গান্ধী ও সোনিয়া গান্ধী

তিনি জানান, পুরোপুরি সাধারণ পর্যটকের মতো ভিড়ের মধ্যে নির্ভার হয়ে ঘুরছিলেন সোনিয়া ও প্রিয়াঙ্কা। তাঁদের চারপাশে কোনও নিরাপত্তারক্ষী ছিল না—যা ভারতের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ বিপরীত। দেশে ভোটের সময় বেগুসরাইয়ে প্রচারের মঞ্চ থেকে পুকুরে ঝাঁপ দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও প্রিয়াঙ্কার চারদিকে ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী। অথচ দুবাইয়ের ব্যস্ততম পর্যটন কেন্দ্র বুর্জ খলিফায় তাঁরা ছিলেন একেবারেই সাধারণ নাগরিকের মতো, যা দেখে বিস্মিত ওই সাংবাদিক।

বিহার নির্বাচনে কংগ্রেসের ভরাডুবিতে দলের অভ্যন্তরে ক্ষোভ তুঙ্গে। মহাজোটের এই পতনের জন্য অনেকেই দায়ী করছেন কংগ্রেসকে। প্রচারে রাহুল ও প্রিয়াঙ্কার অংশগ্রহণ সত্ত্বেও কংগ্রেসের স্ট্রাইক রেট ছিল ১০ শতাংশেরও কম। বিরোধীরা তোপ দাগছে, ভোটের মাঝেই কেন হঠাৎ গায়েব হয়ে গেলেন তাঁরা? এবং কেন ভোট-পরবর্তী সময়েও তাঁরা সামনে এলেন না?

এই প্রেক্ষাপটে তাঁদের দুবাই সফরের ছবি ও তথ্য ছড়িয়ে পড়তেই নতুন করে জোরালো হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রশ্ন উঠছে—বিহারের ভরাডুবির পরে কংগ্রেস নেতৃত্ব কি দায় এড়াতে বিদেশে ছুটি কাটাচ্ছেন? নাকি নির্বাচনী চাপের পর সামান্য বিশ্রামের সুযোগ নিচ্ছেন?

যা–ই হোক, দুবাইয়ের ঝলমলে রাতের ফোয়ারা শো-এর সামনে এই মা–মেয়ের উপস্থিতি আপাতত সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। আর তাদের ঘিরে ঘুরপাক খাচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ, সমালোচনা এবং কৌতূহল—বিহার-পাঠ শেষে কংগ্রেসের হাল ধরতে তাঁরা কবে দেশে ফিরবেন এবং কী বার্তা দেবেন?

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular