দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যের পর এবার মুখ খুললেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা তীব্রেয়াল (Bengal Politics)। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যের তীব্র বিরোধিতা করে প্রিয়াঙ্কা বলেছেন ‘মহিলা হিসেবে লজ্জা হওয়া উচিত মমতার! বাংলার মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যখন নিজেকে গর্ব করেন, তখন কেন বাংলার মেয়েরা নিরাপদ নয়?’ তিনি বলেন, ‘মমতার এই মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল।
অপরাধীদের ধরার বদলে তিনি অভিযোগকারিণীকেই দোষারোপ করছেন। হোস্টেল থেকে বের হওয়ায় মেয়ের দোষ? প্রিয়াঙ্কা আরও বলেন তিনি ভুলে যাচ্ছেন যে তিনি প্রথমে একজন মহিলা, এবং বাংলার মহিলা মুখ্যমন্ত্রী। যেখানে বাংলার মেয়েরা নিরাপদ নয়, সেখানে এমন কথা বলা লজ্জার! প্রত্যেকবার এনসিআরবি ডেটা নিয়ে কথা বলেন, কিন্তু ডেটা এমন কারণ অপরাধ রিপোর্ট হয় না। সরকারের দায়িত্ব মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘আরজে করের পরও কোনো শিক্ষা নেওয়া হয়নি। এটি তৃণমূলের শাসনের ব্যর্থতা।’
বিহার নির্বাচন: আসন বন্টন ঘোষণা করল NDA, খেলা ঘোরালো চিরাগের দল
দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর গণধর্ষণে শুক্রবার রাত থেকেই ছড়িয়েছিল চাঞ্চল্য। ওড়িশার জলেশ্বরের ২৩ বছরের এই ছাত্রী রাত ১২:৩০-এর দিকে এক বন্ধুর সঙ্গে খাবার কিনতে বের হয়। সেখানেই ৫-৬ জন দুষ্কৃতী তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তার উপর শারীরিক অত্যাচার করে এবং ধর্ষণ করে। আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন রাট আটটার পরে মেয়েরা কেন বাইরে বেরোবে। এই মন্তব্য ঘিরেই রাজ্য রাজনীতিতে তৈরী হয়েছে বিতর্ক এবং সরব হয়েছে বিরোধী দল বিজেপি।
বাংলার বুকে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের গণধর্ষণের ঘটনা বাংলায় মেয়েদের নিরাপত্তা নিয়ে বিরাট প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতার এই ধরণের মন্তব্য রাজনীতির ময়দানে তৈরি করেছে নয়া উত্তেজনা এবং সেই সঙ্গে বিতর্ক। অভিযোগকারিণী এই ঘটনার আকস্মিকতায় সম্পূর্ণ ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে। তার অভিভাবক এই ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরণের মন্তব্য করলে তার কাছ থেকে নিরাপত্তা আশা করাই বৃথা।


