বেগুসরাইয়ের জনসভা থেকে NDA-কে তুলোধোনা প্রিয়াঙ্কার!

পাটনা: খারাপ আবহাওয়ার কারণে গোপালগঞ্জে সশরীরে পৌঁছোতে না পেরে ভার্চুয়ালিই ‘জঙ্গল-রাজ’ নিয়ে আরজেডিকে বিঁধেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, বেগুসরাইতে পৌঁছে নির্বাচনী প্রচারে এনডিএ-কে তুলোধোনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। ভোট চুরি থেকে শুরু করে এসআইআর, মিথ্যে ১ কোটি চাকরির প্রতিশ্রুতি থেকে ডবল ইঞ্জিন সরকারের নামে ভাঁওতাবাজি, কানায় কানায় পূর্ণ জনসভায় এনডিএ-বিজেপিকে কনদিক থেকেই বিঁধতে ছাড়লেন না প্রিয়াঙ্কা।

Advertisements

সংসদের পর এদিন নির্বাচনী প্রচারের ময়দানে নেমেও বিজেপির (BJP) অতীত আর বর্তমানের বুলি আওড়ানো নিয়ে কটাক্ষ করলেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সব বিজেপি নেতার মুখে খালি হয় ২০৫০-এ কি হবে তার গল্প, নয়ত নেহেরু কি বরবাদ করেছিল, ইন্দিরা কি নষ্ট করেছিল তার বুলি আওড়ানো! ওরা (বিজেপি) বর্তমান নিয়ে কোনও কথা কেন বলে না? ওরা কি জিজ্ঞেস করে, এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আপনারা কেমন আছেন?”

   

শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রিয়াঙ্কা (Priyanka Gandhi Vadra) আরও বলেন, “বিহারে কাজ নেই। মানুষকে কাজের জন্য দেশের অন্যান্য জায়গায় চলে যেতে হচ্ছে। কাশ্মীর থেকে কেরালায় গিয়ে দেখেছি, সব জায়গায় বিহারীরা কাজ করছেন।” বিহারে এনডিএ এক কোটি চাকরি দেওয়ার ঘোষণা নিয়ে তোপ দেগে প্রিয়াঙ্কা বলেন, “ওনারা এখন এই নিয়ে কথা বলছেন? এতদিন এক কোটি চাকরি দেওয়া হল না কেন?”

Advertisements

‘ডবল-ইঞ্জিন’ ভাঁওতা

বিহারে কোনও ডবল ইঞ্জিন সরকার নেই। সব দিল্লি থেকে পরিচালিত হয়। বেগুসরাইয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে কংগ্রেস নেত্রী বলেন, “আপনাদের কথা না শোনা হয়, না আপনাদের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সম্মান দেওয়া হয়”। জাতীয়তাবাদের মিথ্যে বুলি আওড়ে বিহারের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বলে এনডিএ-এর বিরুদ্ধে তোপ দাগেন প্রিয়াঙ্কা। সেইসঙ্গে জনগণকে তিনি বলনে, “বিহার সরকারের মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পা দেবেন না”।