নবান্নে ‘হাইভোল্টেজ’ বৈঠকের আগে সাংবাদিক বৈঠক জুনিয়র চিকিৎসকদের

জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবিতে আমরণ অনশনের ১৭ তম দিনে ফের বৈঠকে মুখোমুখি হতে চলেছে দু-পক্ষ। প্রশাসন-জুনিয়র চিকিৎসকদের সংঘাতের মাঝে নবান্নে আর কিছুক্ষণ পর হতে…

Press conference by junior doctors ahead of the 'high-voltage' meeting at Nabanna.

জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবিতে আমরণ অনশনের ১৭ তম দিনে ফের বৈঠকে মুখোমুখি হতে চলেছে দু-পক্ষ। প্রশাসন-জুনিয়র চিকিৎসকদের সংঘাতের মাঝে নবান্নে আর কিছুক্ষণ পর হতে চলেছে হাইভোল্টেজ বৈঠক। আর সেই বৈঠকের কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করলেন জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। সেখানে চিকিৎসকরা জানান, এখনও পর্যন্ত চিকিৎসকদের আস্থা অর্জনে কোনরকম পদক্ষেপ করেনি রাজ্য সরকার।

মেডিক্যাল কলেজগুলোতে নিরাপত্তা বাড়াতেও কোন পদক্ষেপ করেনি সরকার। এমনকি কাজে ফিরলেও জুনিয়র ডাক্তারদের কোন দাবি পূরণ করা হয়নি। সেইসঙ্গে তাঁরা জানিয়েছেন, সরকার সব দায় চাপাতে চাইছে জুনিয়র চিকিৎসকদের ঘাড়ে। মেডিক্যাল কলেজগুলোর নিরাপত্তা নিয়েও মিথ্যে তথ্য দিয়েছে সরকার। এর পাশাপাশি হাসপাতালের সুরক্ষা নিয়েও প্রশাসনের তরফ থেকে ভুল তথ্য দেওয়া হয়েছে।

   

তাঁরা আজকের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ ও প্রতিবাদীদের হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে নবান্নে বৈঠকের জন্য ইতিমধ্যেই ধর্মতলার অনশনমঞ্চ থেকে একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। সোমবারের বৈঠকের জন্য এর আগে নবান্নের তরফে ১০ জন আন্দোলনকারীকে যেতে বলা হয়েছিল।

কিন্তু আজকের বৈঠকে শেষ পর্যন্ত কত জন যাচ্ছেন সে বিষয়ে দুপুর পর্যন্ত বিশদে না জানা গেলেও পরে নিজেরাই জানান জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো জানিয়েছেন, ১০ থেকে ১৫ জনের প্রতিনিধি দল আজকে যোগ দিতে চলেছে নবান্নের বৈঠকে। ধর্মতলায় অনশন জারি রেখেই সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় যোগ দিতে গেছেন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর প্রতিনিধিরা।

আন্দোলনকারী দেবাশিস হালদার নবান্নে যাওয়ার আগে অনশনমঞ্চের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের জানিয়েছেন, “এই যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা কাটবে বলে আশা। আমাদের দাবি ছিনিয়ে আনতে পারব। আমাদের সহযোদ্ধারা অনশনে রয়েছেন। তাঁরাই স্থির করেছেন, কারা কারা যাবেন। আমরা নির্দিষ্ট সময়েই পৌঁছব। কয়েকটি ফাইল নিয়ে যাব। বলা হয়েছিল, তথ্য প্রমাণ থাকলে যাতে নিয়ে যাওয়া হয়। আমরা তাই নিয়ে যাচ্ছি।”

জানা যাচ্ছে, সোমবারের নবান্ন বৈঠকে স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে অভিযোগের নথি নিয়ে সেখানে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এ বিষয়ে আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস জানিয়েছেন, “আমাদের থেকে প্রমাণ চাওয়া হয়েছিল। প্রমাণ হিসাবে প্রয়োজনীয় নথি জমা করা হবে নবান্নে। আমাদের দাবি যে ন্যয়সঙ্গত, তা বোঝা যাবে।” জানা যাচ্ছে, ইতিমধ্যে নবান্নে বৈঠকের জন্য সেখানে পৌঁছে গিয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।