পটাশপুরে তৃণমূলে ভাঙ্গন ধরিয়ে পদ্মে ৬ পরিবার

কলকাতা: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রাজনৈতিক (Potashpur)মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের ঘাঁটিতে বড়সড় ভাঙন ধরিয়ে প্রায় ৬পরিবার বিজেপির পদ্ম শিবিরে যোগ দিয়েছে। এই ঘটনা ঘিরে…

potashpur-trinamool-break-bjp

কলকাতা: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রাজনৈতিক (Potashpur)মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের ঘাঁটিতে বড়সড় ভাঙন ধরিয়ে প্রায় ৬পরিবার বিজেপির পদ্ম শিবিরে যোগ দিয়েছে। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানিয়েছেন বিজেপির প্রবীণ নেতা তথা কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। “শিশির অধিকারী সভায় বলেন তৃণমূলকে এনে ভুল করেছি তাই সকলের কাছে ক্ষমা চাইছি।”

Advertisements

এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় কর্মী-সমর্থকরা। এই বড় যোগদানকে কেন্দ্র করে বিজেপি দাবি করেছে, তৃণমূলের দুর্নীতি, সন্ত্রাস এবং উন্নয়নের অভাবে মানুষের মোহভঙ্গ হয়েছে। অন্যদিকে, তৃণমূল এই যোগদানকে ‘সাজানো নাটক’ বলে উড়িয়ে দিয়েছে।পটাশপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এই ৬ পরিবার বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে।

   

নৈতিকতাহীন শিক্ষার ফল ভয়াবহ, ‘হোয়াইট-কলার টেরর’ নিয়ে উদ্বেগ রাজনাথের

যোগদানকারীদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য এবং সাধারণ কর্মী-সমর্থকরা। তাঁদের অনেকেই জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দুর্নীতি এবং স্থানীয় নেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁরা দল ছেড়েছেন। এক যোগদানকারী বলেন, “আমরা উন্নয়ন চাই, শান্তি চাই। তৃণমূলে থেকে কোনও লাভ হচ্ছিল না। বিজেপি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত, তাই এখানে এসে নতুন আশা দেখছি।”

আরেকজন মহিলা সমর্থক বলেন, “লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই, কিন্তু তার বেশি কিছু হয় না। রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা মেটে না। বিজেপি এলে বদল আসবে।”যোগদান সভায় শিশির অধিকারী বলেন, “আজকের এই যোগদান প্রমাণ করে যে মানুষ তৃণমূলের প্রতারণা বুঝে গেছে। পদ্ম শিবিরে এসে তাঁরা সঠিক পথে এসেছেন। আমরা সবাইকে স্বাগত জানাই। আগামী দিনে পটাশপুরে বিজেপির ঝড় উঠবে।”

তিনি আরও যোগ করেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়াই বিজেপির লক্ষ্য। শিশিরবাবুর উপস্থিতি এই যোগদানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে, কারণ অধিকারী পরিবারের প্রভাব এই অঞ্চলে অপরিসীম। তাঁর পুত্র শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে সক্রিয়, এবং এই যোগদানকে তাঁর প্রভাবের ফল বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।

Advertisements