১৮ বছর পর ‘টাটার মাঠে’ মোদী! সিঙ্গুরের পুরনো ক্ষতে প্রলেপ দেবে বিজেপি?

সিঙ্গুর: ১৮ বছর আগে যে জমি ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির ‘পরিবর্তনের’ ভরকেন্দ্র, সেই সিঙ্গুর আবারও জাতীয় রাজনীতির শিরোনামে। আগামী রবিবার সিঙ্গুরের সেই জমিতেই জনসভা করবেন প্রধানমন্ত্রী…

pm modi singur rally

সিঙ্গুর: ১৮ বছর আগে যে জমি ছিল পশ্চিমবঙ্গের রাজনীতির ‘পরিবর্তনের’ ভরকেন্দ্র, সেই সিঙ্গুর আবারও জাতীয় রাজনীতির শিরোনামে। আগামী রবিবার সিঙ্গুরের সেই জমিতেই জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা এককালে টাটাদের ন্যানো কারখানার জন্য চিহ্নিত হয়েছিল। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সিঙ্গুরের মানুষের মনে যেমন প্রত্যাশা দানা বাঁধছে, তেমনই রাজনীতির অলিন্দে শুরু হয়েছে চোর-পুলিশ খেলা।

Advertisements

শিল্প নেই, চাষও অধরা: এক যন্ত্রণার নাম সিঙ্গুর

২০০৮ সালের অক্টোবরে রতন টাটা সিঙ্গুর ছাড়ার সময় বলেছিলেন, “কারও মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রিগার টিপে দেওয়া হয়েছে।” দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমি কৃষকদের হাতে ফিরলেও বাস্তব চিত্রটা অতি ভয়াবহ। কৃষকদের একাংশের অভিযোগ, কারখানার কংক্রিটের কাঠামো মাটির নিচে রয়ে যাওয়ায় চাষবাস প্রায় অসম্ভব। শিল্পের আশায় জমি দিয়েও কর্মসংস্থান হয়নি হাজার হাজার যুবকের। সিঙ্গুরের কৃষকদের বড় অংশের আক্ষেপ, তাঁরা কেবল রাজনীতির শিকার হয়েছেন।

   

“আমাদের ঠকানো হয়েছে”: আক্ষেপ গোপালনগর থেকে রতনপুর pm modi singur rally

নিউজ ১৮-এর প্রতিনিধি সিঙ্গুর পরিদর্শনে গিয়ে কথা বলেন আন্দোলনকারী চাষীদের সাথে। এককালে মমতার আন্দোলনে শরিক হওয়া কৃষকরা আজ মোদীর সভার দিকে তাকিয়ে। 

“আমরা ভেবেছিলাম জমি ফিরলে সোনার ফসল ফলবে, নয়তো কারখানা হলে চাকরি হবে। আজ চাষও নেই, চাকরিও নেই। আমরা স্রেফ রাজনীতির দাবার ঘুঁটি হয়ে থেকে গেলাম,” আক্ষেপ ঝরে পড়ল আন্দোলনকারী কৃষক মাণিক ঘোষের গলায়, যিনি এখন টোটো চালিয়ে সংসার চালান।

বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক তরজা

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে। বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “মোদীজির এই সভা বাংলার রাজনীতির টার্নিং পয়েন্ট হতে চলেছে। আমরা ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাদের ফিরিয়ে আনবই।”

পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন: “প্রধানমন্ত্রী আসতেই পারেন, কিন্তু মনে রাখা দরকার আন্দোলনের সময় রাজনাথ সিং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সিঙ্গুরে এসেছিলেন।”

প্রত্যাশার পারদ তুঙ্গে

বিজেপির পক্ষ থেকে সভার প্রস্তুতি তুঙ্গে। যে জায়গায় কারখানা হওয়ার কথা ছিল, সেখানেই তৈরি হয়েছে বিশাল তিনটি হ্যাঙ্গার। সিঙ্গুরের মানুষ আশা করছেন, প্রধানমন্ত্রী হয়তো এই অঞ্চলের জন্য নতুন কোনো শিল্পের দিশা দেখাবেন। ১৮ বছর আগে সিঙ্গুর যা হারিয়েছিল, ২০২৬-এর দোড়গোড়ায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কি পারবেন সেই আক্ষেপ মুছতে? উত্তর মিলবে রবিবারের সভায়।

Politics: Prime Minister Narendra Modi will hold a rally in Singur on the former Tata Nano land, 18 years after the factory exit. As BJP and TMC clash politically, farmers hope the visit may revive industry and jobs in the region.

Advertisements