HomeWest BengalKolkata Cityফের শুরু হচ্ছে সেবাশ্রয় প্রকল্প, জন্মদিনে ঘোষণা সেনাপতির

ফের শুরু হচ্ছে সেবাশ্রয় প্রকল্প, জন্মদিনে ঘোষণা সেনাপতির

- Advertisement -

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিকদের জন্য ফের আসছে স্বাস্থ্যসেবা ক্যাম্প। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)  ঘোষণা করেছেন ‘সেবাশ্রয় ২’ শিরোনামে এই উদ্যোগ। জানা গিয়েছে, এই স্বাস্থ্য শিবির আগামী ১ ডিসেম্বর, ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ২২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। এরপর আরও একটি মেগা ক্যাম্প অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। ‘সেবাশ্রয় ২’ শিবিরের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সহজে এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা। বিশেষ করে প্রান্তিক এলাকা এবং দরিদ্র পরিবারের মানুষরা স্বাস্থ্য সুবিধার সুযোগ পান না—এমন লক্ষ্যকে সামনে রেখে এই শিবির আয়োজন করা হয়েছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান, “আমাদের লক্ষ্য, প্রতিটি মানুষ যাতে সহজে স্বাস্থ্যসেবা পায় এবং বড় রোগ ধরা পড়ার আগেই চিকিৎসা নিশ্চিত হয়। সেবাশ্রয় ২ সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করবে।”

শিবিরে বিভিন্ন চিকিৎসা পরিষেবা থাকবে। এতে সাধারণ চেকআপ, রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিস ও হৃদরোগের পরীক্ষা, শিশু ও মহিলাদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষা, চোখের পরীক্ষা, এবং সাধারণ ওষুধ বিতরণ অন্তর্ভুক্ত। এছাড়াও শিবিরে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকবে।

   

ডায়মন্ড হারবার এলাকার মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, এলাকাবাসীর মধ্যে শিবিরের খবর প্রচারের মাধ্যমে তারা আগ্রহী হয়ে উঠেছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আগের শিবিরে আমরা অনেক উপকৃত হয়েছি। এবার ‘সেবাশ্রয় ২’ শিবির শুরু হচ্ছে শুনে খুবই খুশি হয়েছি। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুরা এবার সুবিধা পাবে।”

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular