উত্তর লখিমপুরে SIR উত্তেজনা! জামিনে মুক্ত দুই কংগ্রেস নেতা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (North Lakhimpur SIR tension) প্রক্রিয়াকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনার জেরে আটক হওয়া উত্তর লখিমপুরের দুই…

north-lakhimpur-sr-tension-congress-leaders-bail

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (North Lakhimpur SIR tension) প্রক্রিয়াকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনার জেরে আটক হওয়া উত্তর লখিমপুরের দুই কংগ্রেস নেতা হেম চন্দ্র বরা ও দিলওয়ার হুসেন জামিনে মুক্তি পেয়েছেন। দু’জনেই উত্তর লখিমপুর টাউন ব্লক কংগ্রেসের সভাপতি ও সম্পাদক। গত ৩ ডিসেম্বর বিকেলে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লখিমপুর বিজেপির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁদের আটক করে।

Advertisements

কংগ্রেস সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর উত্তর লখিমপুরের পূর্ব চানমারির ওয়ার্ড নং ১৪ (সি)-এর একটি পরিবারের বাসভবনে ডোর-টু-ডোর যাচাইয়ের সময় বুথ লেভেল অফিসার (বিএলও) কৃষ্ণশ্রী বরা ও বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট (বিএলএ) উদিতা দাসের মধ্যে ভোটার নাম সংশোধন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

   

পরীক্ষা পে চর্চা ২০২৬–র রেজিস্ট্রেশন শুরু, আবেদনের শেষ তারিখ জেনে নিন

অভিযোগ, বিএলও কৃষ্ণশ্রী বরা ও বিজেপি-নিযুক্ত বিএলএ উদিতা দাসের সমন্বয়ে জাহাঙ্গীর আলম নামের এক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে জাহাঙ্গীর আলম ব্লক কংগ্রেস সভাপতি হেম চন্দ্র বরাকে ফোন করলে তিনি সম্পাদক দিলওয়ার হুসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি নিয়ে বিএলএ উদিতা দাসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এরই মধ্যে কিছু বিজেপি কর্মীও সেখানে পৌঁছে ঘটনাটি নিয়ে উত্তর লখিমপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, দুই কংগ্রেস নেতা সরকারি কর্তব্যে নিয়োজিত কর্মীদের কাজে বাধা দিয়েছেন।

পরে উত্তর লখিমপুর পুলিশ মামলা নং ৪১০/২৫-এর ভিত্তিতে হেম চন্দ্র বরা ও দিলওয়ার হুসেনকে গ্রেফতার করে রাতভর আটক রাখে এবং ৪ ডিসেম্বর তাঁদের আদালতে পেশ করা হয়। জানা গেছে, গ্রেফতারের পর কংগ্রেস নেতারা পাল্টা অভিযোগ দায়ের করে দাবি করেন যে বিএলও বিজেপি-নিযুক্ত বিএলএর নির্দেশে কাজ করছিলেন এবং এটি নির্বাচন কমিশনের আচরণবিধির লঙ্ঘন।

জামিনে মুক্তি পাওয়ার পরে সংবাদ প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে হেম চন্দ্র বরা জানান, তাঁকে এবং তাঁর সহকর্মীকে ভুয়া অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, ওয়ার্ড নং ১৪-এর একটি পরিবারে এসআর মূল্যায়নের কাজ স্থানীয় ওয়ার্ড কমিশনারের উপস্থিতিতে পরিচালিত হচ্ছিল, যা তিনি প্রশ্ন করলে বিএলও অভিযোগ দায়ের করেন এবং তারপরই পুলিশ তাঁদের গ্রেফতার করে।

যদিও দুই কংগ্রেস নেতা জামিনে মুক্তি পেয়েছেন, লখিমপুর জেলা কংগ্রেস কমিটি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছে—এই গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Advertisements