শতদ্রু দত্তর জামিন আবেদন খারিজ করল আদালত, জেল হেফাজতেই রাখার নির্দেশ

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সম্ভাব্য সফর ঘিরে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় গ্রেফতার হওয়া মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) ফের বিধাননগর…

No Bail for Shatadru Dutta, Court Orders Continued Detention

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সম্ভাব্য সফর ঘিরে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় গ্রেফতার হওয়া মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) ফের বিধাননগর আদালতে তোলা হল। বুধবার তাঁর ১৪ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে আদালতে পেশ করে পুলিশ। আদালতে প্রবেশের সময় শতদ্রু দত্তকে গীতা হাতে দেখা যায়, যা উপস্থিত সাংবাদিক ও সাধারণ মানুষের নজর কাড়ে। তবে রবিবার শতদ্রু দত্তর জামিন আবেদন খারিজ করল আদালত, জেল হেফাজতেই রাখার নির্দেশ তাঁকে।

Advertisements

উল্লেখ্য, যুবভারতীতে মেসির আগমন নিয়ে একটি অনুষ্ঠানের ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে তা ঘিরে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বহু দর্শক মাঠে ভিড় করেন, কিন্তু প্রত্যাশিত ইভেন্ট বাস্তবায়িত না হওয়ায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পরই তদন্ত শুরু করে পুলিশ এবং মূল উদ্যোক্তা হিসেবে শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়।

   

 

 

Advertisements