পুরনিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, ফের ইডি তলব সুজিত পুত্রকে

রাজ্যের পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় দীর্ঘ তদন্তের পর সম্প্রতি ফের সক্রিয় হয়েছে ইডি। আজ বৃহস্পতিবার পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি-র তলব সুজিত বসুর…

New Development in Municipal Hiring Scandal — ED Asks Sujit Bose’s Son to Appear Again

রাজ্যের পুরসভা নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় দীর্ঘ তদন্তের পর সম্প্রতি ফের সক্রিয় হয়েছে ইডি। আজ বৃহস্পতিবার পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি-র তলব সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে।

Advertisements

২০২৫ সালের অক্টোবর মাসে ১৩টি স্থানে হানা চালায় ইডি — তল্লাশি হয় মন্ত্রী সুজিত বসুর অফিস, তাঁর পরিবারের বিভিন্ন সম্পত্তি, এবং বিশেষ করে মন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ ও লাউঞ্জ‑বারেও। সেই অভিযানেই নগদ ৪৫ লক্ষ টাকা, সম্পত্তি‑সংক্রান্ত নথি, ডিজিটাল ডিভাইসসহ বেশ কিছু মুল্যবান ক্ষতিপত্র বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। আগামী সপ্তাহে তাঁকে তলব করেছে এই কেন্দ্রীয় এজেন্সি। আর আগেও একই মামলা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সঙ্গে সুজিত বসুর মেয়ে ও জামাইকেও তলব করে ইডি আধিকারীকেরা।

   
Advertisements