কলকাতা: বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঐতিহাসিক জয় যেন নতুন অধ্যায় রচনা করল রাজ্যের রাজনীতিতে। ভোট গণনার শুরু থেকেই যে প্রবণতা স্পষ্ট হচ্ছিল, দিন শেষে তা রূপ নিল এক নজিরবিহীন সাফল্যের গল্পে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে বলছেন“মোদী ফ্যাক্টরের সর্বাধিক শক্তিশালী উপস্থিতি”। আর এই জয়ের আবেগে ভাসছেন এনডিএ-র নেতারা, কর্মীরা, এবং সমর্থকরা।
দলীয় শিবিরে এই বিজয়কে শুধু নির্বাচনী ফলাফল হিসেবে নয়, বরং কেন্দ্রের উন্নয়নমূলক ভাবনা ও বিহারের ভবিষ্যতের প্রতি মানুষের আস্থার প্রতীক হিসেবেও দেখছেন শুভেন্দু । সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজয় উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এনডিএ-র নেতৃত্ব প্রধানমন্ত্রী মোদীকে ‘টাওয়ারিং লিডার’ আখ্যা দিয়েছেন শুভেন্দু। তিনি বলেছেন , তাঁর দৃষ্টিভঙ্গি এবং ধারাবাহিক উন্নয়ন নীতিই বিহারকে নতুন রাজনৈতিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভোটাররা যেন একবাক্যে সেই পথকেই বেছে নিয়েছেন। তিনি আরও বলেছেন “জনতা উন্নয়নের উপরই ভরসা রেখেছে। মোদীজির নেতৃত্বে কল্যাণমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং বিশেষ করে নারীশক্তির ক্ষমতায়নের ওপর জোর দেওয়াই এনডিএ-কে এই বিশাল জয়ের দিকে নিয়ে গেছে।”
এনডিএ নেতৃত্বের বক্তব্য, এই ফলাফল শুধুমাত্র রাজনৈতিক শক্তির প্রদর্শন নয়; বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে কেন্দ্র ও রাজ্যের সমন্বিত প্রচেষ্টার প্রতি মানুষের আস্থা। আর এই জয়ের পর এনডিএ-র ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে আরও উন্নত রাস্তা, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্প গঠন, সামাজিক নিরাপত্তার পরিসর বাড়ানোসহ বহু প্রকল্প।
বিজয় বার্তায় শুভেন্দু বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাজ্যের একাধিক মন্ত্রী-এমএলএ-কে। নেতৃত্বের মতে, এই ঐতিহাসিক জয় এনডিএ-র ঐক্য ও সমন্বয়েরই প্রতিফলন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারের এই নির্বাচনী ফলাফল দেশের ভবিষ্যৎ রাজনীতিতেও প্রভাব ফেলবে। বিশেষত, কেন্দ্র-রাজ্যের সম্পর্ক, উন্নয়নমূলক নীতি, জাতীয় স্তরে আঞ্চলিক নেতৃত্বের ওঠানামা সবই আবার নতুন করে মূল্যায়নের মুখে পড়বে।
এদিকে এনডিএ শিবিরে জয়ের বার্তা ছড়িয়ে পড়তেই ঢাক-ঢোল-উলুধ্বনিতে শুরু হয়ে যায় উদযাপন। পাটনা, ভাগলপুর, গয়া সহ বিভিন্ন অঞ্চলে সমর্থকেরা মিষ্টি বিলিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। মোদী নিজে সামাজিক মাধ্যমে জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন “এই জয় বিহারের মানুষের। উন্নয়নের পথ আরও দ্রুত গতিতে এগোবে।”
এনডিএ নেতৃত্বের সমষ্টিগত বার্তায় উঠে এসেছে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্রের প্রতিধ্বনি। তাদের মতে, এই নির্বাচনের ফল রাজ্যের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল। বিশ্লেষকরা বলছেন, আগামী পাঁচ বছরে এনডিএ সরকারের সামনে রয়েছে একদিকে উন্নয়নের গতি বাড়ানোর চ্যালেঞ্জ, অন্যদিকে সমাজের সব শ্রেণির মানুষের প্রত্যাশা পূরণের দায়িত্ব। তবে আজকের বিজয় সেই পথচলার প্রথম অধ্যায়—এমনটাই মনে করছে এনডিএ।


