কমিশনের সময়সীমার পরেও প্রচার করবেন মোদী!

Narendra Modi meditation

শেষ দফার ভোট পয়লা জুন অর্থাৎ শনিবার। প্রচার শেষ ৩০ মে, বৃহস্পতিবার। এটাই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়ম। এই নিয়মই এবার ভাঙতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। সবাই যখন মাঠে-ময়দানে প্রচার শেষ করে ফেলবেন তখনও প্রচার চালাবেন মোদী। সবার থেকে দূরে। নিজের স্টাইলে।

বৃহস্পতিবার সন্ধে থেকে ধ্যান শুরু করবেন নরেন্দ্র মোদী। সেটাও আবার তামিলনাড়ুর বিবেকানন্দ রক তথা ধ্যান মণ্ডপমে। ধ্যানের স্থান নির্বাচনের মধ্যেই লুকিয়ে সূক্ষ রাজনীতি। এটা বুঝতে বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না। কারণ, তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল হিন্দুদের একটি পবিত্র স্মারকস্থল ও পর্যটন কেন্দ্র। এটি কন্যাকুমারীর বাবাতুরাই-এর কাছে মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে সমুদ্রের উপর অবস্থান করছে।

   

বিবেকানন্দ রক ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু। স্বামী বিবেকানন্দ ১৮৯২ সালের ডিসেম্বর মাসে এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে ১৯৭০ সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করে।

চব্বিশের ভোটে বিজেপির অন্যতম পাখির চোখ দক্ষিণ ভারত এবং পশ্চিমবঙ্গ। আর ভোটের মুখে কন্যাকুমারীতে ধ্যান মানে দক্ষিণের রাজ্যগুলিতে বড় বার্তা। তামিলনাড়ুর মতে বিজেপির দুর্বল সংগঠনের রাজ্যের ভোটারদের কাছেও বার্তা। তামিল মন ছোঁয়ার চেষ্টা।

এছাড়াও রয়েছে বাঙালি আবেগ। সেটাও লুকিয়ে ধ্যানের স্থানে। বিবেকানন্দ রকে ধ্যান করবেন গুজরাতের নরেন্দ্র। যার সঙ্গে কলকাতার নরেন্দ্রর স্মৃতি জড়িয়ে আছে। একদিকে দ্রাবিড় ভূমি, আরেক দিকে বাঙালি আবেগ- দুই অস্ত্রেই শান দেবেন নরেন্দ্র মোদী। এমনই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

ভোটের মুখে প্রচার। ভোটের দিনও প্রচার। এ নিয়ে নানা মহলে নানা মত। অনেকেরই প্রশ্ন, মোদীর ধ্যানের সঙ্গে ভোটের প্রচারের কী সম্পর্ক? জবাবে বলাই যায়, ধ্যান করছেন নরেন্দ্র মোদী। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ২ বারের প্রধানমন্ত্রী। বিভিন্ন পশ্চিমী পত্রিকা তাঁকে বিশ্বের সেরা প্রভাবশালীদের তালিকায় রাখে। কয়েক মাস আগে যিনি নিজের দেশের লাক্ষাদ্বীপে কয়েক মিনিট হেঁটেছিলেন। তাতেই স্বাধীন রাষ্ট্র মালদ্বীপের অর্থনীতি টলমল করতে শুরু করেছিল।

এবার অবশ্য তেমন বিষয় নয়। এটা নিজের গদি ধরে রাখার লড়াই। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, শনিবার সন্ধে পর্যন্ত ধ্যান করবেন মোদী। অর্থাৎ ১৮তম লোকসভা ভোট শেষ হওয়ার সঙ্গেই মোদীর ধ্যান শেষ হবে। ততক্ষণে এক্সিট পোলের হিসেবও শুরু হয়ে যাবে। সংবাদ মাধ্যমের আলোচনায় তখনও তিনি থাকবেন। তাঁর ধ্যান থাকবে‌।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন