মোদী সরকারের এই একটা চালে ঘুম উড়েছে মমতার!

আবাস যোজনা, ১০০ দিনের কাজে টাকা আগেই বন্ধ হয়েছিল (Narendra Modi)। এবার পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা অভিযানের টাকাও বন্ধ করে দিল মোদী সরকার। আর তাতেই মাথায়…

PM Modi repeatedly says in Lok Sabha Election campaign that Mamata Banerjee is anti-Hindu after after controversy over Ram krishna mission monks

আবাস যোজনা, ১০০ দিনের কাজে টাকা আগেই বন্ধ হয়েছিল (Narendra Modi)। এবার পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা অভিযানের টাকাও বন্ধ করে দিল মোদী সরকার। আর তাতেই মাথায় হাত নবান্নর। এমনিতেই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালাতে গিয়ে রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ। তার মধ্যে কেন্দ্রের এমন সিদ্ধান্তে চিন্তার ভাঁজ অর্থ দফতরের কপালে।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সম্প্রতি রাজ্যকে সাফ জানিয়ে দিয়েছে, ‘পিএম শ্রী’ চুক্তি না করলে ‘সমগ্র শিক্ষা অভিযান’-এর টাকা দেওয়া যাবে না। কেন্দ্রের এই পদক্ষেপে চিন্তায় নবান্ন।

   

এক্ষেত্রে বলে রাখা ভালো, ‘সমগ্র শিক্ষা অভিযান’কে কেন্দ্রীয় প্রকল্প হিসেবে অভিহিত করা হলেও রাজ্যগুলিও এই প্রকল্পে টাকা দেয়। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র দেয় ৬০ শতাংশ ও রাজ্য দেয় ৪০ শতাংশ টাকা। এদিকে কেন্দ্রে সিদ্ধান্তে কথা সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

নারী নির্যাতন অভিযোগ: শীর্ষে যোগীর রাজ্য উত্তর প্রদেশ, অপেক্ষাকৃত নিরাপদ মমতার বাংলা

কেন্দ্রের থেকে টাকা চেয়ে চিঠি দিয়েছে রাজ্য। একই সঙ্গে নবান্নের সাফ দাবি, কেন্দ্রের যুক্তি অসংবিধানিক। এভাবে কোনও কারণ ছাড়া উদ্ভট যুক্তি দেখিয়ে টাকা বন্ধ করে দেওয়া যায় না। এই প্রকল্পের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ শিক্ষার্থী। এভাবে রাতারাতিই টাকা বন্ধ করে দিলে ব্যাপক সমস্যার সৃষ্টি হবে।

জানুয়ারি মাস থেকে সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের টাকা বকেয়া রয়েছে রাজ্যের। সূত্রের খবর, কেন্দ্রে কাছে এই প্রকল্পে পায় ২০০০ কোটি টাকা পায় রাজ্য। চলতি অর্থবর্ষের টাকাও এখন সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে রাজ্যকে বরাদ্দ করেনি কেন্দ্র। মূলত এই বিষয়টি উল্লেখ করেই চিঠি দিয়েছে নবান্ন।

ভরা সভায় আচমকা মোদীর হাত ধরে টানলেন মুখ্যমন্ত্রী! কী হল তারপর?

সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পের মধ্যে টাকায় স্কুলের পরিকাঠামো নির্মাণ, স্কুল বিল্ডিং তৈরি সহ একাধিক কাজ হয়। রাজ্যের দাবি, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক টাকা দেওয়ার ছাড়পত্র দিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ইচ্ছা করে সেই টাকা আটকে রেখেছে।

কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য সর্বশিক্ষা অভিযানের টাকা পাঠায়নি। কী কারণে সেই টাকা পাঠানো হয়নি, তা নিয়েও মুখ খোলেন তিনি। ব্রাত্য বলেন, প্রধানমন্ত্রী স্কুল ফর রাইজিং ইন্ডিয়ার (পিএমশ্রী)-র সঙ্গে মউ স্বাক্ষর করেনি রাজ্য। তাই টাকা দেওয়া হয়নি।

‘একুশ শতকের ইন্দিরা গান্ধী’, প্রিয়াঙ্কা ভোটে দাঁড়াতেই আবেগবিহ্বল নেটিজেনরা