মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে বিস্ফোরক প্রাক্তন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি: মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বিস্ফোরক দাবি করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি সাংসদ বিপ্লব দেব (Murshidabad riots Biplab Deb allegations)। এমনিতেই মুর্শিদাবাদ এই মুহূর্তে উত্তেজনার…

murshidabad-riots-biplab-deb-explosive-allegations-mamata-banerjee

নয়াদিল্লি: মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বিস্ফোরক দাবি করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি সাংসদ বিপ্লব দেব (Murshidabad riots Biplab Deb allegations)। এমনিতেই মুর্শিদাবাদ এই মুহূর্তে উত্তেজনার কেন্দ্রস্থল। আজ ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদ শিলান্যাস কে ঘিরে তৈরী হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই উত্তেজনাকেই ফের উস্কে দিয়ে বিপ্লব বলেন মুর্শিদাবাদে ঘটে যাওয়া দাঙ্গার ঘটনা পূর্ব পরিকল্পিত এবং তা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পরিকল্পনাতেই হয়েছে।

Advertisements

আজ থেকে বঙ্গে আরও কমবে উষ্ণতার পারদ

   

তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড এমএলএ হুমায়ুন কবিরের একটি পুরনো বক্তব্যের দিকে আঙুল তুলে বলেছেন, “হুমায়ুন কবিরের পুরনো স্টেটমেন্ট দেখুন। যখন মুর্শিদাবাদে দাঙ্গা হয়, তখন তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী তাকে দাঙ্গা করতে বলেছেন, তাই তিনি করেছেন। এসব সব স্ক্রিপ্টেড।” এই অভিযোগ রাজ্যের রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে।

আজকের এই দিন রাজনৈতিক ভাবে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয় এবং সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির আজকের দিনটি বেছে নিয়েছেন বেলডাঙার বাবরি মসজিদের শিলান্যাস করার জন্য। তবে বিপ্লব দেবের সঙ্গে শুভেন্দু অধিকারীর শুক্রবারের বক্তব্য ভীষণ ভাবে মিলে যাচ্ছে। শুভেন্দু গতকাল মন্তব্য করেছিলেন “মমতার মুখ আর মুখোশ এক নয়। তিনি যে হুমায়ূনকে দল থেকে সাসপেন্ড করেছেন তা পুরোটাই নাটক।

তিনি আরও বলেছিলেন যে আজ মসজিদের শিলান্যাস দাঁড়িয়ে থেকে করাবে মমতা পুলিশ।” প্রথমে শুভেন্দু এবং তারপর বিপ্লব দেব দুজনেরই একরকম বক্তব্যে গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তাদের মতে “এই সব ঘটনা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শাসনামলে আরএসএসের শাখা অফিস ৪০০ থেকে ১২,০০০-এ উঠেছে, এটা কার জন্য? এসব স্ক্রিপ্টেড খেলা।”

বিজেপির এই অভিযোগ টিএমসির জন্য নতুন মাথাব্যথা। কারণ, মুর্শিদাবাদের এই অশান্তি শুধু স্থানীয় নয়, এটি রাজ্যের সামগ্রিক সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এপ্রিলের দাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পোড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং হাইকোর্টের একটি প্যানেল রিপোর্টে টিএমসির স্থানীয় নেতা মেহবুব আলম এবং হুমায়ুন কবিরের নাম উল্লেখ করে বলা হয়েছে যে, পুলিশ স্টেশনের মাত্র ৩০০ মিটার দূরে ১১৩টি বাড়ি পুড়ে গেলেও পুলিশ নিষ্ক্রিয় ছিল।

Advertisements