সব জল্পনার অবসান মন্ত্রী হলেন প্রাক্তন ভারত অধিনায়ক, বিরোধিতায় BJP

mohammad-azharuddin-take-oath-as-telangana-minister

তেলঙ্গানার মন্ত্রিসভায় নতুন ইতিহাস গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বরিষ্ঠ কংগ্রেস নেতা মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। শুক্রবার সকালে রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা তাঁকে মন্ত্রিসভার শপথবাক্য পাঠ করান। আজহারউদ্দিনের অন্তর্ভুক্তি কেবল ক্রীড়াজগতে নয়, রাজনীতিতেও বিশেষ গুরুত্ব বহন করছে। তিনি তেলঙ্গানার মন্ত্রিসভায় প্রথম মুসলিম প্রতিনিধি হিসেবে স্থান পেলেন।

Advertisements

   

এদিন তাঁর শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। বর্তমানে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। বিধানসভা অনুযায়ী, তেলঙ্গানায় সর্বোচ্চ ১৮ জন মন্ত্রী থাকতে পারেন।

শপথ গ্রহণের পর আজহারউদ্দিন বলেন, “এ মন্ত্রিত্ব শুধু ব্যক্তিগত সম্মান নয়, এটি সমাজের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আমাদের অঙ্গীকারের পরিচয়।”

তবে এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনীতিতেও উত্তাপ দেখা দিয়েছে। বিজেপি বিরোধীরা অভিযোগ করেছেন যে কংগ্রেস সরকার এই পদক্ষেপটি ভোট প্রভাবিত করার উদ্দেশ্যে করেছে। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর জুবিলি হিলস কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোটার রয়েছেন। বিজেপি তাদের চিঠিতে অভিযোগ করেছে, “যে ব্যক্তি সম্প্রতি ওই আসন থেকে টিকিট চেয়েছিল, তাঁকে হঠাৎ মন্ত্রী করা হয়েছে, যা ভোটারদের প্রভাবিত করার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার।”

Advertisements

কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, এই পদক্ষেপটি মূলত সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার পূরণের অংশ। কংগ্রেস নেতা মহেশ গৌড় বলেন, “দীর্ঘদিন ধরে মন্ত্রিসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের আসন ফাঁকা ছিল। আমরা তা পূরণ করেছি এবং ভারসাম্য ফিরিয়েছি।”

এই উপনির্বাচন প্রয়োজন হয়েছে বিআরএস বিধায়ক মগান্তি গোপিনাথের মৃত্যুতে। কংগ্রেস আশা করছে, আজহারউদ্দিনের নেতৃত্বে মুসলিম ভোটারদের সমর্থন তাদের জুবিলি হিলস কেন্দ্রে জয় এনে দিতে পারে।

মহম্মদ আজহারউদ্দিনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি শুধু রাজনৈতিক নয়, সামাজিক দিক থেকেও তা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তিনি ক্রীড়াজগতে যেমন দেশের জন্য অবদান রেখেছেন, রাজনীতিতেও সেই অভিজ্ঞতা ব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন।