তাহেরপুর সফর অনিশ্চিত মোদীর

modi-taherpur-visit-uncertain-helicopter-landing-weather-issue

কলকাতা: শনিবার নদীয়ার তাহেরপুরে সভায় উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Modi Taherpur visit)। SIR এর পরে প্রথম বঙ্গ সফর নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু আপাতত জানা গিয়েছে আবহাওয়া খারাপ থাকার কারণে তার হেলিকপ্টার নামতেই পারেনি। প্রথমে তিনি কলকাতা বিমান বন্দরে নেমেছিলেন সফরের জন্য। সেখানে তাকে স্বাগত জানান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

পরে তাহেরপুরের উদ্দেশে তার হেলকপ্টার উড়ে গেলেও কুয়াশা এবং খারাপ আবহাওয়ার জন্য তার হেলিকপ্টার নামতেই পারল না। আপাতত প্রধানমন্ত্রী কলকাতা বিমান বন্দরে ফিরে এসেছেন এবং VIP লাউঞ্জে অপেক্ষা করছেন। সশরীরে হয়তো তার তাহেরপুরে যাওয়া আজ প্রায় অনিশ্চিত। হয়তো আজকের সভা বা সরকারি প্রকল্পের উদ্বোধন ভার্চুয়ালি করবেন তিনি।

   

বিদ্রোহী কবির পাশেই হাদির শেষ বিদায়; উপস্থিত থাকতে পারেন ইউনূস, জাতীয় শোক পালন

আবার সূত্রের খবরে জানা যাচ্ছে গাড়িতে হাইওয়ে ধরেও তিনি যেতে পারেন। প্রধানমন্ত্রী নদীয়ায় প্রায় ৩২০০ কোটি টাকার দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা ছিল—বারাজাগুলি-কৃষ্ণনগর সেকশনের ফোর-লেনিং এবং বারাসাত-বারাজাগুলি অংশের। এছাড়া তাহেরপুরের নেতাজি পার্কের মাঠে বিশাল জনসভায় মতুয়াদের উদ্দেশে বার্তা দেওয়ার পরিকল্পনা ছিল।

তাহেরপুরে দিনকয়েক ধরে উৎসবের আমেজ। বিজেপি কর্মীরা ব্যানার-ফেস্টুন-পতাকায় সাজিয়েছিলেন গোটা এলাকা। রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার থেকে শুরু করে রাজ্য নেতারা সবাই সভাস্থলে ক্যাম্প করছিলেন। হাজার হাজার মানুষ ভোর থেকে জমায়েত হচ্ছিলেন মাঠে। মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ উন্মাদনা। SIR প্রক্রিয়ায় অনেকের নাম কাটা যাওয়ায় উদ্বেগ ছিল, প্রধানমন্ত্রীর মুখ থেকে আশ্বাস শোনার আশায় অপেক্ষা করছিলেন তারা।

বিজেপি নেতারা দাবি করছেন, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভয় ছড়াচ্ছে। মোদী এসে সেই ভয় দূর করবেন, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা সব হিসেব ওলটপালট করে দিয়েছে। শীতের সকালে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কুয়াশা পড়েছে। দৃশ্যমানতা এত কম যে হেলিকপ্টার নামানো ঝুঁকিপূর্ণ। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সবার আগে, তাই ফিরিয়ে আনা হয়েছে।

রাজনৈতিক মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বিজেপি নেতারা বলছেন, আবহাওয়া মানুষের হাতে নয়, চেষ্টা করা হচ্ছে সভা যাতে হয়। তৃণমূলের দিক থেকে কটাক্ষ—এত প্রচার করে শেষে কুয়াশায় হারিয়ে গেলেন! মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে হতাশা। অনেকে দূর-দূরান্ত থেকে এসেছেন মোদীকে দেখতে, তাঁর কথা শুনতে। এখন অপেক্ষা করছেন কী হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন