
কলকাতা: বিমানবন্দর থেকেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi airport rally West Bengal)। এমনটাই খবর পাওয়া গিয়েছে। বিমান বন্দর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আনা হয়েছে পরডিয়াম। বিমানবন্দর থেকেই সভা করবেন বলে তোড়জোড় তুঙ্গে। তবে তাহেরপুরে সভায় উপস্থিত দর্শকরা অনেকেই বিফল মনোরথ হয়ে ফিরে যাচ্ছেন। তারা মনে করেছেন ভার্চুয়াল বৈঠক দেখার জন্য বসে থাকার প্রয়োজন নেই।
শনিবার নদীয়ার তাহেরপুরে সভায় উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। SIR এর পরে প্রথম বঙ্গ সফর নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু আপাতত জানা গিয়েছে আবহাওয়া খারাপ থাকার কারণে তার হেলিকপ্টার নামতেই পারেনি। প্রথমে তিনি কলকাতা বিমান বন্দরে নেমেছিলেন সফরের জন্য। সেখানে তাকে স্বাগত জানান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
বাংলাদেশ হিন্দু খুনে গ্রেফতার ৭
পরে তাহেরপুরের উদ্দেশে তার হেলকপ্টার উড়ে গেলেও কুয়াশা এবং খারাপ আবহাওয়ার জন্য তার হেলিকপ্টার নামতেই পারল না। আপাতত প্রধানমন্ত্রী কলকাতা বিমান বন্দরে ফিরে এসেছেন এবং VIP লাউঞ্জে অপেক্ষা করছেন। সশরীরে হয়তো তার তাহেরপুরে যাওয়া আজ প্রায় অনিশ্চিত। হয়তো আজকের সভা বা সরকারি প্রকল্পের উদ্বোধন ভার্চুয়ালি করবেন তিনি।
তাহেরপুরে দিনকয়েক ধরে উৎসবের আমেজ। বিজেপি কর্মীরা ব্যানার-ফেস্টুন-পতাকায় সাজিয়েছিলেন গোটা এলাকা। রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার থেকে শুরু করে রাজ্য নেতারা সবাই সভাস্থলে ক্যাম্প করছিলেন। হাজার হাজার মানুষ ভোর থেকে জমায়েত হচ্ছিলেন মাঠে। মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ উন্মাদনা। SIR প্রক্রিয়ায় অনেকের নাম কাটা যাওয়ায় উদ্বেগ ছিল, প্রধানমন্ত্রীর মুখ থেকে আশ্বাস শোনার আশায় অপেক্ষা করছিলেন তারা।
বিজেপি নেতারা দাবি করছেন, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভয় ছড়াচ্ছে। মোদী এসে সেই ভয় দূর করবেন, এমনটাই প্রত্যাশা ছিল। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা সব হিসেব ওলটপালট করে দিয়েছে। শীতের সকালে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কুয়াশা পড়েছে। দৃশ্যমানতা এত কম যে হেলিকপ্টার নামানো ঝুঁকিপূর্ণ। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সবার আগে, তাই ফিরিয়ে আনা হয়েছে।









