HomeBharatPoliticsমুর্শিদাবাদে মমতার বিশাল মেগাসভা, জেলার রাজনীতিতে নতুন চাঞ্চল্য

মুর্শিদাবাদে মমতার বিশাল মেগাসভা, জেলার রাজনীতিতে নতুন চাঞ্চল্য

- Advertisement -

বৃহস্পতিবার মুর্শিদাবাদে জনসভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রাজ্যের রাজনৈতিক অঙ্গন এখন অত্যন্ত চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। SIR চলার মাঝেই মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। বিশেষ করে দলের শীর্ষ নেতৃত্ব থেকে কর্মী-সমর্থক— সকলেই তাকিয়ে আছেন, মুর্শিদাবাদ থেকে তিনি কী বার্তা দেন, তা শোনার জন্য।

মুর্শিদাবাদ বরাবরই তৃণমূলের জন্য একটি গুরুত্বপূর্ণ জেলা। রাজনৈতিক হাওয়া বদলের ইঙ্গিত হোক বা সংগঠনের শক্তি প্রদর্শন—সব ক্ষেত্রেই এই অঞ্চলকে বিশেষ নজরে রাখে দল। সেই কারণেই এমন সময়ে, যখন গোটা রাজ্য জুড়ে এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখন মমতার মুর্শিদাবাদ সফরের তাৎপর্য আরও বেড়েছে।

   

দলের একাধিক নেতৃত্বের দাবি, বর্তমান পরিস্থিতিতে মুর্শিদাবাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই টোন সেট করবে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মাঝে দলের কর্মীদের মনোবল জোরদার করতে পারেন তিনি। পাশাপাশি, বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব ও সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ানও দিতে পারেন জনসভা থেকে। তৃণমূলের জেলা নেতৃত্ব ইতিমধ্যেই সভাস্থলের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, বিশাল জমায়েত হতে পারে বৃহস্পতিবারের জনসভায়। কর্মীদের দাবি, “দিদির সভায় জনসমুদ্র দেখা যাবে। মানুষ তাঁর পাশে আছেন, সেটাই প্রমাণ হবে।” বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে এসআইআর-কে কেন্দ্র করে তৃণমূল ও বিরোধীদের মধ্যে তীব্র শব্দযুদ্ধ চলছে। বিরোধীরা যেখানে অভিযোগ তুলছে, সরকার স্বচ্ছতা এড়াতে চাইছে— ঠিক উল্টো সুরে তৃণমূল দাবি করছে, এই তদন্তকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে বিরোধী শিবির।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular