বহরমপুর: আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata rally youths meet Adhir Chowdhury)। সেই জনসভাতেই যোগ দিতে গিয়েছিলেন কয়েকজন যুবক। সেই জনসভা থেকে ফেরার সময়েই তাদের সঙ্গে আচমকা দেখা হয়ে যায় বহরমপুরের বেতাজ বাদশা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে। অধীর কে দেখে তারা আপ্লুত হয়ে এগিয়ে আসেন এবং অধীরের সঙ্গে ছবিও তোলেন।
এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হয়। এই ভিডিওর ক্যাপশনে লেখা আছে “দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর মিটিং এ এসেছিল হাতে পতাকা কিন্তু দাদা কে দেখে আবেগ ভালোবাসা। তাহলে কি বোঝা গেল। হৃদয় এ আছে দাদা পেছনে আছে মমতা।
ভারতের মাটিতে পা দিয়েই পুতিনের ট্রাম্প আক্রমণ
হাতে তৃণমূল এর পতাকা আর মুখে বলছে আসছে আমাদের দাদা।” এই ভিডিও এবং এই লেখাটি পোস্ট করা হয়েছে অধীর চৌধুরীর একটি ফ্যান পেজ থেকে। এই ভিডিও এবং তার নিচে লেখা ক্যাপশনে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বঙ্গ বিজেপিতে কংগ্রেস ব্রাত্য হলেও বহরমপুরের মানুষের কাছে তিনি এখনও সমান ভাবে জনপ্রিয়।
এবং হাতে তৃণমূলের পতাকা থাকলেও বহরমপুরের যুবক থেকে বৃদ্ধ যে এখনও অধীরের ফ্যান এবং তাদের হৃদয়ে যে শুধুই কংগ্রেস তাও স্পষ্ট হয়ে গেছে। এই ভিডিও ঘিরে রাজনৈতিক মহলের একাংশে গুঞ্জন। তবে কি মমতা বা তৃণমূল সভা করলেও এই গড়ে বেতাজ বাদশা হয়েই থাকবেন অধীর। নাকি আসন্ন বিধানসভা নির্বাচনে এই দৃশ্য বিশেষ তাৎপর্য রাখতে চলেছে।
এই পোস্টে নিজেদের মতামত জানাতে গিয়ে সাধারণ মানুষও তাদের ভালোবাসা এবং আবেগ ছড়িয়ে দিয়েছেন। একজন বলেছেন তিনি কোনও এক বিরোধী দলের সমর্থক, কিন্তু তবুও তার চোখে একজন সৎ রাজনীতিবিদ হলেন অধীর চৌধুরী। প্রত্যেকেই বলেছেন অধীর চৌধুরী একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং ভীষণ সম্মানের। তার সঙ্গে তিনি যে অন্য দলের সমর্থকদেরও সম্মান করেন তাদের ভালোবাসেন তা এই ভিডিও থেকেই বোঝা যায়।
তবে বাংলার রাজনৈতিক ময়দানে আজকের দিনটি আরও তাৎপর্যপূর্ণ। এই ভিডিওতে যেমন দেখা যাচ্ছে। মমতার সভায় এসে অধীরের প্রতি ভালোবাসা। তেমনই আজ মমতার সভায় এসেও ফিরে যেতে হল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। কারণ সভায় এসেই তিনি জানতে পারেন যে তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
বিগত বহু দিন ধরেই বাবরি মসজিদ নিয়ে জলঘোলা ছিল তুঙ্গে। হয়তো কিছুদিনের মধ্যে নিজেই দল ছাড়তেন হুমায়ন। তার আগেই দলের তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হল।তবে ২২ তারিখ নিজের দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন হুমায়ুন এবং সেদিকেই এখন নজর থাকবে বঙ্গবাসীর।
