পুজোর মুখে বন্যা প্লাবিত বর্ধমান, সরেজমিনে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গেরর একাধিক জেলা জলমগ্ন৷ চাষের জমি প্রায় জলের তলায় চলে গিয়েছে৷ জিভিসি জল ছাড়ার কারণে সেই বন্যা কবলিত জায়গায় বাড়ছে জলস্তর৷  এই বিষয় নিয়ে কয়েকদিন…

mamata banerjee visit ghatal medinipur to supervise flood situation

দক্ষিণবঙ্গেরর একাধিক জেলা জলমগ্ন৷ চাষের জমি প্রায় জলের তলায় চলে গিয়েছে৷ জিভিসি জল ছাড়ার কারণে সেই বন্যা কবলিত জায়গায় বাড়ছে জলস্তর৷  এই বিষয় নিয়ে কয়েকদিন আগেই কেন্দ্রকে দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সম্প্রতি, দুদিনের বন্যা কবলিত জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বর্ধমানে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক করেন তিনি৷

বর্ধমানে গিয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখে মমতা বলেন,”ডিভিসি যদি আবার জল ছাড়ে তাহলে আমি এবার কড়া ব্যবস্থা নেব৷ এই বন্যা রুখতে আরও সক্রিয় হতে হবে৷ ক্ষতিগ্রস্থ কৃষকরা শ্স্যবীমার টাকা পাবে৷ আবার বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে তাই এই বিষয়টি নিয়ে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সবাইকে নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি৷ সকলেই যাতে ত্রাণ পান সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ ঝাড়খন্ডে বৃষ্টি হলে নিজেদের বাঁচাতে বাংলার উপর জল ঢেলে দেওয়া হয়৷”

   

কয়েকদিন আগেই ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে মমতা জানিয়েছিলেন, রাজ্যকে না জানিয়েই কেন্দ্র এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ “ম্যান মেড’ বন্যা বলে দাবি করেছিলেন তিনি৷ কিন্তু মুখ্যমন্ত্রীর কথা মানতে নারাজ কেন্দ্র৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্য ভুল তথ্য দিচ্ছে৷ রাজ্যকে জানিয়ে ডিভিসির জল ছাড়া হয়েছে৷ সম্প্রতি ফের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দুদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল ঘাটালের প্লাবিত অঞ্চল ঘুরে দেখেছেন তৃণমূল সাংসদ দেবও৷ সেখানে গিয়ে, ত্রাণ পৌঁছে দিয়েছেন৷ দেবের কথায়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। ভেঙে পড়েছে বাড়ি। এরই মাঝে বিপদের সময় ত্রাণ ও পুনর্বাসনের কাজ সুষ্ঠভাবে যাতে হয় সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন বলে খবর।