‘বিজেপি সরকার মিথ্যা!’ বিস্ফোরক মমতা

mamata-banerjee-sir-protest-west-bengal

কলকাতা: ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেত্রী। তাঁর সোজাসাপ্টা বক্তব্য যদি এতদিনের ভোটার লিস্ট মিথ্যা হয়, তাহলে এই ভোটার লিস্ট দিয়েই গত ২৪ বছর ধরে জিতে আসা বিজেপি সরকারও মিথ্যা।

Advertisements

রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়া শুরু হয়েছে, ঠিক তখনই কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী। হাতে সংবিধানের কপি, পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিছনে হাজার হাজার তৃণমূল কর্মী মমতার কণ্ঠে তখন তীব্র ক্ষোভ, “বছরের পর বছর একবার করে ওরা কিছু না কিছু করে। একবার নোটবন্দি করেছিল। আমি প্রথম দিনই বলেছিলাম, এতে কালো টাকা ফেরত আসবে না। আজ বলছি, ভোটার লিস্ট নিয়ে এই খেলা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর।”

   

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন! মাঠে বিএলওরা

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করে বলেন, “তুমি বলছো এই ভোটার লিস্ট ভুল? তাহলে যেই লিস্টে তোমরা জিতেছিলে, সেটা কি মিথ্যা নয়? সরকারটা তাহলে জাল!” এই মন্তব্যে তৃণমূল সমর্থকদের মধ্যে চরম উচ্ছ্বাস দেখা যায়। 

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “তোমরা সাধারণ মানুষের কাছ থেকে আধার কার্ড করার নামে হাজার টাকা করে নিয়েছিলে। এখন বলছো ভোটার লিস্টে আধার লাগবে না, রেশন কার্ডে লাগবে না! কিন্তু ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় আধার চাই! তাহলে এটা প্রতারণা নয়?”

Advertisements

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের এই নতুন প্রক্রিয়া বিজেপির “রাজনৈতিক ষড়যন্ত্র” ছাড়া কিছু নয়। তাঁর কথায়, “বিহারে যেমন প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হয়েছিল, এখন সেই খেলা শুরু হয়েছে বাংলায়। বিজেপি জানে তারা বাংলায় হারবেই, তাই আগেই ভোটারদের ভয় দেখিয়ে নাম মুছে দিচ্ছে।” মমতা জানান, রাজ্যের সংখ্যালঘু ও দরিদ্র পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এই SIR নিয়ে। “মানুষ ভয় পাচ্ছে যদি ভোটার লিস্টে নাম না থাকে! এই ভয়েই একাধিক মৃত্যুও ঘটেছে,” দাবি মুখ্যমন্ত্রীর।

মঙ্গলবারের এই মিছিলে অংশ নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, “SIR ঘোষণার পর থেকে যারা আতঙ্কে প্রাণ হারিয়েছেন, আমরা আজ তাঁদের পরিবারের পাশে আছি। আজ যদি দুই দিনের প্রস্তুতিতে এত বড় সমাবেশ করতে পারি, তাহলে দিল্লিতে গিয়ে লড়াইয়ের সময় কী হবে, সেটা বিজেপি ভেবে দেখুক!” অভিষেক ঘোষণা করেন, খুব শিগগিরই তৃণমূল এই ইস্যুতে দিল্লিতে বৃহত্তর আন্দোলনে নামবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন জানিয়েছে, এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চলছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু ও রাজস্থানও রয়েছে। প্রক্রিয়া শুরু হয়েছে ৪ নভেম্বর থেকে, যা চলবে ডিসেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৬।

তবে রাজ্যের শাসকদলের দাবি, এই সময়ের মধ্যে নির্বাচন কমিশন প্রকৃত ভোটারদের নাম কেটে বিজেপি-ঘনিষ্ঠ এলাকাগুলিকে সুবিধা দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “এটা সংবিধানবিরোধী পদক্ষেপ। বাবাসাহেব আম্বেদকরের মূর্তির সামনে শ্রদ্ধা জানিয়ে আমি আজ প্রতিজ্ঞা করছি— আমরা বাংলার নাগরিকদের ভোটাধিকার রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়ব।”