মমতাকে ‘জেলখাটা’ লালুর সঙ্গে তুলনা করে বিতর্ক উস্কালেন তথাগত

mamata-banerjee-mangrove-remark-tathagata-roy-response-controversy

কলকাতা: পাহাড়ে “ম্যানগ্রোভ” লাগানো নিয়ে বিতর্ক থামছেই না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে এখন তুমুল আলোচনার ঝড়। মুখ্যমন্ত্রী পাহাড়ি অঞ্চলে ম্যানগ্রোভ চাষের কথা বলায় বিরোধীরা তীব্র কটাক্ষ করেছিল। তবে এবার তৃণমূল আজ এই মন্তব্যকে বিশ্লেষণ করেছেন। তারা বার বার বলেছেন মমতার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

Advertisements

তারা বলেছে , “মুখ্যমন্ত্রী আসলে বলতে চেয়েছেন যে পাহাড়ে ভেটিভার ঘাস লাগানো উচিত, যা ম্যানগ্রোভের মতোই মাটি ক্ষয় রোধ করে। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে উনি যা বলেননি, সেটাকেই বিকৃত করে প্রচার করছেন।”

এয়ার চায়নার বিমানে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক; দেখুন ভিডিও

তৃণমূলের ব্যাখ্যা আরও স্পষ্ট “মমতা বন্দ্যোপাধ্যায় যদি কিছুই না জানতেন, তাহলে তিনি সাতবার সাংসদ, তিনবার বিধায়ক, চারবার কেন্দ্রীয় মন্ত্রী এবং টানা তিনবার মুখ্যমন্ত্রী হতে পারতেন না। উনি নিজের কর্মদক্ষতা ও জনসংযোগের মাধ্যমেই এতদূর এসেছেন। নিজের যোগ্যতায় বাংলার মানুষকে উন্নয়নের পথে এনেছেন।”

কিন্তু এই বক্তব্যে কাউন্টার করেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তিনি মুখ্যমন্ত্রীর “ম্যানগ্রোভ” মন্তব্য নিয়ে আরও তির্যকভাবে বলেন, “একশোবার নির্বাচিত হলেও, আর পঞ্চাশবার মন্ত্রী হলেও যা কেউ জানেন না, তা নিয়ে মন্তব্য করার অধিকার জন্মায় না।”

তথাগত রায়ের যুক্তি, “জনগণের ভোটে বারবার জয় মানে এই নয় যে কেউ সব বিষয়ে বিশেষজ্ঞ হয়ে গেলেন। উদাহরণ হিসেবে তিনি লালু যাদবের সঙ্গে মমতাকে তুলনা করেছেন। তথাগত বলেছেন তিনি বহুবার নির্বাচিত হয়েছেন, দীর্ঘদিন জেলে কাটিয়েছেন। কিন্তু এর মানে কি তিনি সমস্ত বিষয়েই পারদর্শী?” তথাগত স্পষ্ট ভাষায় বলেছেন মুখ্যমন্ত্রীর মুখ বন্ধ করে থাকা উচিৎ।

Advertisements

বিজেপি শিবিরের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য তাঁর “প্রকৃতি ও ভৌগোলিক জ্ঞানের অভাব” স্পষ্ট করে দিয়েছে। তথাগত রায় বলেন, “যা বলতে চাইছেন আর যা বলছেন, দুটোর মধ্যে এত ফারাক থাকলে মুখ না খোলাই ভালো।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে বাংলার রাজনীতিতে ভাষা ও বক্তব্যের সামান্য ভুলও বড় বিতর্কে রূপ নিতে পারে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর মতো ব্যাক্তিত্বের মুখ থেকে এমন মন্তব্য এলে বিরোধীরা সেটাকে হাতিয়ার বানাতেই পারে।

অন্যদিকে, তৃণমূল নেতারা অভিযোগ করেছেন যে বিজেপি ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর কথাকে বিকৃত করছে। তৃণমূল সমর্থকদের বক্তব্য অনুযায়ী “মমতা পরিবেশ ও প্রকৃতি নিয়ে বছরের পর বছর ধরে কাজ করছেন। সুন্দরবনে ম্যানগ্রোভ সংরক্ষণ থেকে শুরু করে পাহাড়ে ভূমিক্ষয় রোধের প্রকল্প সবেতেই তিনি নেতৃত্ব দিয়েছেন। তাই কেউ যদি এই কাজগুলো না বুঝে ঠাট্টা করে, তাহলে তা দুর্ভাগ্যজনক।”

এই বিতর্কের মধ্যেই পাহাড়ে প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে, এবং তিনি পাহাড়ে ভূমিক্ষয় রোধে নতুন পরিকল্পনা ঘোষণা করতে পারেন বলেই জানা যাচ্ছে।

রাজনীতির ময়দানে এই “ম্যানগ্রোভ বনাম ভেটিভার” বিতর্ক আপাতত থামার লক্ষণ নেই। তৃণমূল বলছে “মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে বিরোধীরা বারবার নিজেদের অজ্ঞতা প্রমাণ করছে।” আর বিজেপির বক্তব্য “যিনি যা জানেন না, সে বিষয়ে না বলাই শ্রেয়।”