Monday, December 8, 2025
HomeBharatPoliticsMamata Banerjee: চালসায় চা বানালেন মমতা, খেয়ে খুশি স্থানীয়রা

Mamata Banerjee: চালসায় চা বানালেন মমতা, খেয়ে খুশি স্থানীয়রা

- Advertisement -

প্রাকৃতিক বিপর্যয়ের পরেই গভীর রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন নেত্রী। তবে স্থানীয়রা তাঁকে কাছে পেয়ে নানা অভাব অভিযোগের কথা জানান। স্থানীয়রা বলেন, ‘বাগানের পরিস্থিতি খুব খারাপ। গত ২০ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বন্ধ হয়ে গিয়েছে।’ মমতা তাদের বলেন, ‘ছোট ব্যবসায়ীরা যে ফ্যাক্টারি তৈরি করেছিল তা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে।’

জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে সব দেখেন। স্থানীয়রা পানীয় জল নিয়ে অভিযোগ করলে মমতা বলেন, ‘আস্তে আস্তে জল পাবে একটু অপেক্ষা কর।’ তিনি সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

   

মমতার সফরে তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। স্থায়ীয় একটি দোকানে গিয়ে দোকানদারকে চা বানাতে সাহায্য করেন মমতা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ছবি ফেসবুকে শেয়ার করে লেখা হয়, ‘জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসকে জানিয়ে দিলেন জননেত্রীর সংজ্ঞা কী। মাঝরাতে বিধ্বস্ত এলাকায় ছুটে গিয়ে যেমন আর্তদের পাশে দাঁড়িয়েছেন, তেমনই ঘরের মেয়ের মত গ্রামের প্রত্যন্ত চা দোকানে গিয়ে নিজে হাতে চা বানালেন। বেঁচে থাকুক এই মানবিকতার ছোঁয়া, দিকে দিকে ছড়িয়ে পড়ুক মানবতার জয়গান।’

এর আগেও উত্তরবঙ্গ সফরে গিয়ে মোমো বানাতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিঘায় গিয়েও তিনি চা বানিয়েছিলেন। ঘরোয়া মেয়ের মতো আচরণ করে তিনি বারংবার বাংলার মানুষের মন জয় করেছেন। আজ চালসায় গিয়ে একটি চায়ের দোকানে চা বানালেন মমতা। সেই চা খেয়ে খুশি সকলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular