Monday, December 8, 2025
HomeWest BengalNorth Bengal'বাংলায় ডিটেনশন ক্যাম্প হতে দেব না': মমতা

‘বাংলায় ডিটেনশন ক্যাম্প হতে দেব না’: মমতা

- Advertisement -

কলকাতা: বাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরী করতে দেওয়া হবে না,সাফ জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on detention camps)। কোচবিহারের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে সোমবার মমতা বন্দোপাধ্যায় বললেন বাংলায় কোনো মানুষ ডিটেনশন ক্যাম্পে যাবে না। বাংলার বুকে কোনও ডিটেনশন ক্যাম্প তিনি তৈরী করতে ফেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। বঙ্গে SIR বা ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে চলছে চরম রাজনৈতিক চাপানউতোর।

তৃণমূল প্রথম থেকেই SIR এর বিরোধিতা করে নির্বাচন কমিশনকে নিশানা করে আসছে। তৃণমূল অভিযোগ করছে নির্বাচন কমিশন সম্পূর্ণ ভাবে বিজেপির মদতপুষ্ট। রাজ্যে একাধিক BLO বা বুথ লেভেল অফিসারের মৃত্যুকে ঘিরেও শুরু হয়েছে রাজনীতি। তৃণমূল সরাসরি অভিযোগ করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কিন্তু সমীক্ষা শুরু হতেই পাল্টে গিয়েছে রাজনৈতিক চিত্র। দীর্ঘদিন ধরে যারা ভারতে অবৈধভাবে বসবাস করছিল, সেই অনুপ্রবেশকারীরা দলে দলে বাংলাদেশ পালিয়ে যাচ্ছেন।

   

নেহেরুকে আড়াল করে বন্দেমাতরম নিয়ে বিতর্ক উস্কালেন মমতা

এক একটি বুথে দেখা যাচ্ছে অসংখ্য মৃত ভোটার যাদের নাম দিনের পর দিন কাটা হয়নি। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে এখনও পর্যন্ত প্রায় ৫৪ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। একদিকে বিজেপি বলছে স্বচ্ছ ভোটার তালিকা চাই আবার অন্য দিকে তৃণমূলের সাবধানবাণী, সব মিলিয়েই বঙ্গের রাজনীতির আবহাওয়া এই ডিসেম্বরেও যথেষ্ট উত্তপ্ত। এর মধ্যেই মমতা বন্দোপাধ্যায় কোচবিহার থেকে হুঁশিয়ারি দিয়ে ডিটেনশন ক্যাম্প বানাতে না দেওয়ার কথা বলেছেন।

তার এই বক্তব্যে ফের সরব বঙ্গ বিজেপি তাদের মতে এখনো SIR প্রক্রিয়া শেষ হয়নি তার আগেই ডিটেনশন ক্যাম্পের কথা কেন তুললেন মমতা। তার মানে তৃণমূলও জানে যে বাংলায় এতদিন ধরে ভুল মৃত এবং অবৈধ ভোটাররা নির্বাচনী প্রক্রিয়াতে অংশ নিয়েছে। পাল্টা বিজেপিও তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছে যে নির্বাচনকে স্বচ্ছ করতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবেই এবং তা যদি না হয় তবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং সেই রাষ্ট্রপতি শাসনেই বাংলায় বিধানসভা নির্বাচন লড়া হবে।

বিজেপি নেতৃত্ব আরও বলেছেন যে মমতা বন্দোপাধ্যায় প্রথমে অনেক হুঁশিয়ারি ফেন কিন্তু তারপরে তাকে সংবিধান মানতেই হয়। সংবিধানের উপরে কেউ নয়। নির্বাচন কমিশন যে নিয়ম বেঁধে দিয়েছে তাকে স্বীকৃতি জানাতেই হবে। বিজেপির মতে বিধানসভা নির্বাচনে আর ঢিলে ঢালা নয়। বরং আঁটঘাট বেঁধে বঙ্গে ক্ষমতা পেতে ঝাঁপাতে চায় তারা

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular