HomeBharatPoliticsআশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দারুণ খবর, বিশেষ উপহার মমতার

আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দারুণ খবর, বিশেষ উপহার মমতার

- Advertisement -

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন, তিনি মাটির মানুষের মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ও সমাজকল্যাণে (Mamata Banerjee On ICDS) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রাজ্যের আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য তিনি ঘোষণা করেছেন এককালীন ১০ হাজার টাকা আর্থিক সহায়তা। এই ঘোষণা রাজ্যজুড়ে এই দুই শ্রেণির কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের আশাকর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা খুবই ভালো কাজ করেন। তাঁরা মানুষের পাশে থাকেন, স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন, শিশুদের উন্নয়নে নিরলস পরিশ্রম করেন। তাঁদের অবদানকে সম্মান জানাতে আমরা তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”এই আর্থিক অনুদান রাজ্যের **স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, নারী ও শিশু বিকাশ দফতর এবং সমাজকল্যাণ দফতরের যৌথ উদ্যোগে দেওয়া হবে।

   

মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে ১ লক্ষ ৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও ৭২ হাজার আশাকর্মী রয়েছেন। অর্থাৎ প্রায় ১ লক্ষ ৭৭ হাজার নারী কর্মী এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন। এটি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বড় আর্থিক দায় হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, “মানুষের জন্য, কর্মীদের স্বীকৃতির জন্য কোনও কিছুতেই কৃপণতা করা হবে না।”

অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্রামীণ ও শহরতলির স্তরে শিশুদের পুষ্টি, প্রাথমিক শিক্ষা ও মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। অপরদিকে, আশাকর্মীরা স্বাস্থ্যখাতের ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে গর্ভবতী মহিলা, নবজাতক, শিশু ও বৃদ্ধদের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যপরামর্শ ও পরিষেবা দেন। তাঁরা টিকাকরণ, প্রসবপূর্ব ও পরবর্তী যত্ন, পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত।

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular