শুভেন্দু বললেন ‘প্রমাণ দেব’, মমতা বললেন ‘ইস্তফা দেব’

Suvendu Adhikari Vs Mamata Banerjee

একটি ফোন বিতর্ক। তাই নিয়ে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার (Suvendu Adhikari) মধ্যে মন্তব্য যুদ্ধ চরমে। পরিস্থিতি এমন যে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)  সাংবাদিক সম্মেলনে বলেছেন, তৃণমূল জাতীয় দলের তকমা হারানোর পর আমি নাকি শাহজিকে (Amit Shah) চারবার ফোন করি, এটা কাল টিভিতে দেখি। আমার কাছে ক্রসচেক করা হয়নি। আমি অমিত শাহকে ফোন করে থাকলে প্রমাণ হোক, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব।

এর পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট, ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা’ টুইটে শুভেন্দু লিখেছেন, মুখ্যমন্ত্রী ল্যান্ড লাইন নম্বরে ফোন করেছিলেন অমিত শাহ কে। যথাসময়ে তথ্য প্রমাণ প্রকাশ্যে আনবেন।

   

কী তথ্য প্রকাশ্যে আনবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? এই প্রশ্নে রাজনৈতিক মহলে উত্তাপ চড়ছে। তবে মুখ্যমন্ত্রীর কটাক্ষ ভুঁইফোড় নেতা সর্বসমক্ষে বলছেন, জাতীয় দলে তকমা চলে যাওয়ার পর ওদের দলের বড় নেতা শাহজিকে চারবার ফোন করেছি এমনটা সত্যি প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব। অন্যথায় মিথ্যা দাবি করছেন যাঁরা, তাঁরা নাকখত দেবেন কি?

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন