HomeBharatPoliticsঅসুস্থ মল্লিকার্জুন খাড়গে, ভর্তি হাসপাতালে

অসুস্থ মল্লিকার্জুন খাড়গে, ভর্তি হাসপাতালে

- Advertisement -

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)  অসুস্থ হয়ে বেঙ্গালুরুতে এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮৩ বছরের এই নেতার শারীরিক অবস্থার বিষয়ে কংগ্রেসের একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার (অক্টোবর ১, ২০২৫) তিনি জ্বরে আক্রান্ত হয়ে এবং পায়ে ব্যথার কারণে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে, চিকিৎসকরা জানিয়েছেন, মল্লিকার্জুন খাড়গে এখন সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তা করার কিছু নেই।

মল্লিকার্জুন খাড়গের অসুস্থতা নিয়ে কংগ্রেসের রাজনৈতিক মহলে কিছুটা উদ্বেগ ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি যথাসম্ভব বিশ্রাম নিচ্ছেন। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের একজন অত্যন্ত অভিজ্ঞ নেতা এবং দলের শীর্ষ নেতৃত্বে দীর্ঘকাল ধরে আছেন। তার অসুস্থতার খবর শোনার পরই কংগ্রেসের নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। দলের সদস্যরা সামাজিক মাধ্যমে তার জন্য শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য নেতারা তার সুস্থতার কামনায় বার্তা দিয়েছেন।

   
- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular