পুজোর মণ্ডপে মদনের গানে মালব্যর সনাতনী ছ্যাঁকা

Bengal Politics

কলকাতা ২৭ সেপ্টেম্বর: বাংলার প্রাণের পুজো দুর্গোৎসব (Bengal Politics)। ঢাকে কাঠি পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছে পুজো প্যান্ডেলে জনজোয়ার। কলকাতার তিনশো পুজো উদ্বোধনের দায়িত্বে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তেমনই এক পুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন মদন মিত্র এবং মমতা বন্দোপাধ্যায়। সেই পুজো প্যান্ডেলে দাঁড়িয়েই মদন মিত্র গেয়ে উঠেছিলেন ‘আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা।’

Advertisements

ব্যাস এর পরেই আবারও শুরু রাজনৈতিক এবং সঙ্গে সাম্প্রদায়িক বিতর্ক। সঙ্গে সঙ্গে কেউ উচ্চবাচ্য না করলেও এই ভিডিও মানুষের মুঠো ফোনে ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি নেতা অমিত মালব্যও এই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষের অশুভ সময়ে হিজাব পরে কলকাতায় বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন করার পর, তাঁর ঘনিষ্ঠ সহযোগী মদন মিত্র একটি দুর্গাপুজো মণ্ডপে গিয়ে গান গেয়েছেন, “আমার হৃদয়ে কাবা আর চোখে মদিনা।”

   

তিনি আরও বলেছেন এই গান গাওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় হাততালি দিচ্ছিলেন এবং প্রশংসা করছিলেন। মালব্য তার বার্তায় স্পষ্ট বলেছেন তিনি সাধারণ মানুষের উপরেই এই বিচারের ভার তুলে দিতে চান। দুর্গাপুজোর মণ্ডপে এই ধরণের গান কি শোভন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এবং অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী তো বটেই এবং তার সঙ্গীরাও কেউ সনাতন ধর্মের মানে বোঝেন না।

গতকাল এই ভিডিও বার্তা কে শেয়ার করে আরেক বিজেপি নেতা এবং আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি বলেছেন মদনের হৃদয়ে যদি কাবা, মদিনা থাকে তাহলে তিনি দুর্গাপুজোর মণ্ডপে কি করছেন। তিনি মদন মিত্র ও মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছেন যে তাদের আসল টান যদি কাবা-মদিনা হয়, তাহলে যেন সেখানেই যান।

Advertisements

মা দুর্গার পুজোয় ‘শো’ করার কোনো প্রয়োজন নেই বলেও তিনি কটাক্ষ করেন । তিনি বলেছেন হিন্দু সমাজ এখন সব বোঝে কে অভিনয় করছে, আর কে সত্যিকারের ভক্ত।তরুণ জ্যোতি বলেছেন দুর্গা পুজো আমাদের আত্মার উৎসব, এটাকে ভোটের মঞ্চ বানাবেন না। কৃপা করে হিন্দু ধর্মের আবেগ নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। শুধু অমিত মালব্য কিংবা তরুণ জ্যোতি নন নেট দুনিয়াতেও সরব হয়ে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন সাধারণ মানুষ।

DA Hike: মহার্ঘ্য ভাতা ২% বৃদ্ধির ঘোষণা, এই রাজ্য সরকারের দীপাবলি উপহার

তারা বলেছেন তৃণমূল এন্ড কোম্পানির এই স্বেচ্ছাচার আর বেশিদিন চলবে না। মদনের বোঝা উচিত কোথায় কি গান করতে হবে। বিজেপি সমর্থকরাও এই ভিডিও দেখে রীতিমত ক্ষুব্ধ এবং বলেছেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গীদের যে মুসলিম তোষণ তা প্রত্যেক পদে পদে প্রমান হয়ে যায় এবং সাধারণ মানুষ এর ভুক্তভুগি। আসন্ন নির্বাচনে তারাই জবাব দেবে এই সরকারকে পরিবর্তন করে।