Saturday, December 6, 2025
HomeBharatSIR নিয়ে মমতার সঙ্গে একই তরীতে স্ট্যালিন

SIR নিয়ে মমতার সঙ্গে একই তরীতে স্ট্যালিন

- Advertisement -

তামিলনাড়ু: SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন কবে হবে তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে বাংলায়। বাংলার মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে এবার রাজ্যবাসীকে সতর্ক করলেন তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি দলের কর্মীদের এবং রাজ্যবাসীকে সতর্ক করেছেন SIR নিয়ে ,তিনি বলেছেন বিজেপি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম সরিয়ে দিতে চায়।

Advertisements

কিন্তু তা হতে দেওয়া যাবে না। আজ, রবিবার স্ট্যালিন তার দল দ্রাবিড় মুন্নেত্র কঝগম (ডিএমকে) কর্মীদের এবং রাজ্যের সকল নাগরিককে একটি চিঠিতে লিখেছেন, যাতে তিনি স্পষ্ট করে বলেছেন, “এসআইআরের নামে বিজেপি এবং এআইএডিএমকের পরিকল্পনা হলো শ্রমিক শ্রেণি, অনুসূচিত জাতি, সংখ্যালঘু এবং মহিলাদের ভোটার তালিকা থেকে নাম সরিয়ে নির্বাচন জয় করা।

   

“মদ্যপ ড্রাইভাররা আসলে সন্ত্রাসবাদী!” কুর্ণুল দুর্ঘটনায় বিস্ফোরক পুলিশ কমিশনার

কিন্তু তামিলনাড়ুর জনগণ এই ছলনায় পড়বে না।” তিনি উল্লেখ করেছেন বিহারের উদাহরণ, যেখানে এসআইআর-এর ফলে ৬৫ লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। স্ট্যালিনের মতে, এটি গণতন্ত্রের ওপর একটি ‘ভয়াবহ আঘাত’, এবং নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় সরকারের ‘পুতুল’ বানিয়ে ফেলা হয়েছে।

তামিলনাড়ুর এসআইআর পরবর্তী সপ্তাহ থেকে শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে, যা স্ট্যালিন ‘ভোট চুরির ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন। এই খবর প্রকাশিত হতেই রাজনৈতিক মহল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের একাংশের দাবি আজ সারা দেশ জুড়ে একটাই স্লোগান ‘ভোট চোর যদি ছোড়’ পার্লামেন্টের বাদল অধিবেশন থেকে শুরু হয়ে এই স্লোগান আজ পৌঁছেছে সারা দেশে।

তাদের মতে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে বিজেপি চেষ্টা করছে যেন তেন প্রকারেন ক্ষমতায় আসতে। তার জন্য নির্বাচন কমিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি যাতে সংখ্যালঘুদের নাম কেটে দিয়ে তারা নির্বাচনে জিততে পারে। আবার অনেকেই বলেছেন বাংলার মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে স্ট্যালিন চেষ্টা করছেন রাজ্যের দুর্নীতিকে আড়াল করতে। তারা বলেছেন স্ট্যালিন জানেন ভোটার তালিকার নিবিড় সংশোধন হলে ভুয়ো ভোটার বাদ পড়বে এবং তাদের ক্ষমতায় থাকা কার্যত অসম্ভব হয়ে পড়বে।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular