কেরলে পদ্ম ফুটবে? দক্ষিণ ভারতের দল হয়ে গেল সিপিআইএম

দক্ষিণ থেকেই (Loksabha Election Result) উত্থান হয়েছিল ১৯৫৭ সালে। সেই শুরু দেশে বাম শক্তির কুর্সি রাজনীতি। এরপর কেরলে পরিবর্তনশীল সরকার গঠনের রীতিতে দেশের কমিউনিস্ট শক্তি…

loksabha-election-result-congress-led-udf-leads-in-majority-of-seats-bjp-ahead-in-thrissur-thiruvananthapuram

দক্ষিণ থেকেই (Loksabha Election Result) উত্থান হয়েছিল ১৯৫৭ সালে। সেই শুরু দেশে বাম শক্তির কুর্সি রাজনীতি। এরপর কেরলে পরিবর্তনশীল সরকার গঠনের রীতিতে দেশের কমিউনিস্ট শক্তি বারবার এ রাজ্যে সরকার গঠন করেছে ও বিরোধী আসনে বসেছে। ভারতের কমিউনিস্ট পার্টি (CPI) ১৯৬৪ সালে দ্বিখণ্ডিত হয়। এরপর থেকে CPIM বৃহত্তম বাম শক্তি হিসেবে কেরলে আত্মপ্রকাশ করেছে।

গত দুটি বিধানসভা ভোটে এ রাজ্যে পরপর দুবার সরকার ধরে রেখেছে সিপিআইএম। লোকসভা ভোটের গণনায় দেখা যাচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতার ধাক্কায় কেরলে সিপিআইএমের চেয়ে এগিয়ে কংগ্রেস। দুটি দলই ইন্ডিয়া জোটের শরিক। তবে কেরলে যুযুধান। এ রাজ্য থেকে একাধিক বাম সাংসদ যাচ্ছেন সংসদে। কারণ কংগ্রেস নেতৃত্বের জোটে আছে আরও এক বাম দল আরএসপি।

   

বেলা ১২টা পর্যন্ত গণনার গতি বলছে কেরলে চমক দিতে পারে বিজেপি। দুটি আসনে পদ্ম শিবির এগিয়ে। তবে চূড়ান্ত ফলে কি কেরলে পদ্ম ফুটবে? রাজনৈতিক মহলে তীব্র আলোচনা।

BJP: বেলা বাড়তেই বঙ্গ বিজেপির অফিস কার্যত শ্মশান

কেরলের পাশাপাশি তামিলনাড়ু থেকেও একাধিক আসনে জয়ের পথে বাম শিবির। এ রাজ্যে ক্ষমতাসীন ডিএমকে জোটের দুই শরিক সিপিআই ও সিপিআইএম।

গণনার ট্রেন্ড বেলা ১২.৩০ মিনিট পর্যন্ত বাম নেতৃত্বের কাছে দক্ষিণ ভারতই অক্সিজেন।

হিন্দিভাষী এলাকার বিহার থেকে সিপিআইএমএল (লিবারেশন) কমপক্ষে দুটি আসনে এগিয়ে। রাজস্থান থেকে একটি আসনে এগিয়ে সিপিআইএম।

ডায়মন্ড হারবারে সবুজ ঝড়, ২ লক্ষ ১১ হাজার ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলাভাষী এলাকায় একদা বাঘ সিপিআইএমের করুণ হাল। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে বাম সাংসদ অনিশ্চিত। বঙ্গে বাম কংগ্রেস জোটের ভোট শতাংশ বাড়তে চলেছে বলেই বিশ্লেষণে উঠে আসছে।