রাম মন্দিরের রাজ্যেই রাম ধাক্কা খেলেন মোদী

একটু হাসুন কারণ আপনি লখনউতে আছেন! এমনই এক মজার কথা লখনউয়ি মজলিসে বলা হয়। আবার দেশের রাজনীতিতে (Lok Sabha Election) চর্চা হয় লখনউ থেকেই কেন্দ্রীয়…

একটু হাসুন কারণ আপনি লখনউতে আছেন! এমনই এক মজার কথা লখনউয়ি মজলিসে বলা হয়। আবার দেশের রাজনীতিতে (Lok Sabha Election) চর্চা হয় লখনউ থেকেই কেন্দ্রীয় রাজনীতির রঙিন হয়। লোকসভা ভোটের গণনা চলছে। লখনউ থেকে হাসছেন অখিলেশ সিং যাদব। বেলা ২.৩০ মিনিটের গণনার গতি রাম মন্দিরের রাজ্য উত্তর প্রদেশ থেকেই রাম ধাক্কা খেলেন মোদী।

Advertisements

গণনায় (বেলা ২.৩০ মিনিট) খোদ রাম জন্মভূমি বলে চর্চিত অযোধ্যায় বিজেপি পিছিয়ে। রাম মন্দির তৈরির পর হিন্দু আবেগ উঠলেও জয় শ্রী রামের স্লোগান ক্রমে ফিকে রাম জন্মভূমিতে। বারাণসী কেন্দ্রে প্রথমে পিছিয়ে ছিলেন মোদী। গণনার শুরুতেই কংগ্রেসের কাছে এমন ধাক্কায় বিজেপি শিবির হতচকিত হয়ে পড়ে। তবে প্রাথমিক ধাক্কা কাটিয়ে মোদী এগিয়ে যান। রাজ্যের অন্যত্র সমাজবাদী পার্টির নেতৃত্বে ইন্ডিয়া জোটের বিরাট অগ্রগতি। কংগ্রেস এ রাজ্যে সমাজবাদী পার্টির জোট শরিক। তাদের ভোট বেড়েছে। একাধিক আসনে কংগ্রেসও এগিয়ে।

বিজ্ঞাপন

বাংলায় ঘাসফুলের ঝড়, মমতার বাড়িতে ‘আত্মবিশ্বাসী’ অভিষেক

রাম মন্দির গড়েও রাম ধাক্কা! ভোটের জাদুতে এমনই দেখতে হল খোদ মোদীকে। উত্তর প্রদেশের আসনগুলো গণনার গতি বলছে, এ রাজ্যে কমপক্ষে দুশোর বেশি আসনে সমাজবাদী পার্টির অনুকূলে চলে গেল। আগামী বিধানসভা ভোটে উত্তর প্রদেশে ক্ষমতা কি ধরে রাখতে পারবে বিজেপি? এমনই প্রশ্ন উঠছে।

রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। তারাই প্রবল শক্তি নিয়ে লোকসভা ভোটে হাজির হল। বিশ্লেষণে উঠে আসছে পূর্বতন ক্ষমতাসীন দল বহুজন সমাজপার্টির নেত্রী মায়াবতীর ভোট ব্যাংকের বড় অংশ চলে গেছে।

কেরলে পদ্ম ফুটবে? দক্ষিণ ভারতের দল হয়ে গেল সিপিআইএম