সার্টিফিকেট দেবে পশ্চিমবঙ্গবাসী, ED তল্লাশি নিয়ে মুখ খুললেন সুজিত

কলকাতা, ১০ অক্টোবর: নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় নতুন করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। শুক্রবার সকালেই সল্টলেকের একটি অফিস এবং ভিআইপি রোডে অবস্থিত একটি রেস্তোরাঁয়…

Kolkata ED Raids Linked to Sujit Bose: Minister Speaks Out

কলকাতা, ১০ অক্টোবর: নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় নতুন করে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। শুক্রবার সকালেই সল্টলেকের একটি অফিস এবং ভিআইপি রোডে অবস্থিত একটি রেস্তোরাঁয় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই স্থানগুলি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু-র (Sujit Bose) সঙ্গে যুক্ত বলে দাবি করেছে ইডি। স্বাভাবিকভাবেই এই অভিযান ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর, তৈরি হয় বিতর্কের ঝড়।

Advertisements

ঘটনার পর দীর্ঘ সময় চুপ থাকার পরে অবশেষে মুখ খুললেন স্বয়ং মন্ত্রী সুজিত বসু। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করব। এর আগেও তল্লাশি করেছিল, কিছু মেলেনি।” তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্যেই স্পষ্ট আত্মবিশ্বাস। তিনি দাবি করেছেন, এর আগেও তদন্তকারী সংস্থা এসেছিল, কিন্তু কোনও প্রমাণ পায়নি।

বিজ্ঞাপন

ইডির তল্লাশিকে নিছক তদন্ত বলে না মেনে, একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণবলে দাবি করেছেন মন্ত্রী। তিনি সরাসরি বিজেপিকে নিশানা করে বলেন, “ওরা রাজনৈতিকভাবে আক্রমণ করছে। কারণ, ওদের লোকজন কিছু নেই।”

তাঁর মতে, বিজেপি রাজ্যে জনসমর্থন হারিয়ে এখন প্রশাসনিক ও কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করছে। তল্লাশির মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে বলেই অভিযোগ তাঁর। তিনি আরও বলেন, “দুর্নীতি নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু প্রমাণ থাকতে হবে তো! মানুষ সব জানে।”**