জোর জল্পনা খড়গপুরে! হিরণের বধূবরণে জায়গা পাকা হবে দিলীপের?

কলকাতা: হিরণ্ময় চট্টোপাধ্যায়, যিনি বাংলা ছবির জগতে হিরণ (Kharagpur)নামেই বহুল জনপ্রিয়। অনেক দিন আগেই ছবির জগৎকে টাটা করে এসেছিলেন রাজনীতির জগতে। এই মুহূর্তে তিনি খড়গপুর…

kharagpur-politics-hiran-marriage-dilip-ghosh

কলকাতা: হিরণ্ময় চট্টোপাধ্যায়, যিনি বাংলা ছবির জগতে হিরণ (Kharagpur)নামেই বহুল জনপ্রিয়। অনেক দিন আগেই ছবির জগৎকে টাটা করে এসেছিলেন রাজনীতির জগতে। এই মুহূর্তে তিনি খড়গপুর কেন্দ্রের বিধায়ক। আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছবি যেখানে দেখা যাচ্ছে হিরণ দ্বিতীয়বারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। রাজ্যের বাইরে বারাণসী শহরে তিনি এই বিয়ের অনুষ্ঠান করেন বলে জানা গিয়েছে।

Advertisements

তবে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তার এবং হিরণের অফিসিয়াল ডিভোর্স হয়নি। অর্থাৎ তারা এখনও আইনত স্বামী স্ত্রী। অনিন্দিতা জানিয়েছেন তাদের ১৯ বছরের একটি মেয়েও আছে।

   

অনুমতি ছাড়া মেসি ম্যাচ! দোষ স্বীকার করেই শাস্তির মুখে এরা?

তবে এই ঘটনায় শোরগোল পড়েছে রাজনৈতিক মহলেও। আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও অনেকেই মনে করছেন হিরণের এই দ্বিতীয় বিয়ে নিয়ে যদি কোনও আইনি জটিলতা সৃষ্টি হয় তবে তা হিরণের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য খুব সুখকর নাও হতে পারে।

আবার অনেকেই মনে করছেন সামনেই নির্বাচন। SIR প্রক্রিয়া শেষ হলেই হয়তো নির্বাচন কমিশন বাংলার ভাগ্য নির্ধারণের তিথি লগ্নও জানিয়ে দেবে। এই সময়ে যদি হিরণ কোনোরকম আইনি ঝামেলায় ফেঁসে যান তবে তার দায় হয়তো বিজেপি নেবে না। তবে সে ক্ষেত্রে খড়গপুর থেকে দিলীপ ঘোষের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। তবে দলে দিলীপ ঘোষ ও যে খুব ভালো জায়গায় আছেন তা বলা যায়না।

কারণ অমিত শাহের সফরে বৈঠকে ডাক পেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই ডাক পাননি তিনি। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন একান্তই যদি কোনোরকম আইনি জটিলতায় হিরণকে সরাতে বাধ্য হয় বিজেপি তবে দলের বর্ষীয়ান নেতা এবং অভিজ্ঞতার নিরিখে এগিয়ে থাকবেন দিলীপ ঘোষই। দিলীপ ঘোষ একসময় বিজেপির রাজ্যে সভাপতির পদ সামলেছেন এবং বাংলায় বিজেপির ভিত্তি স্থাপনেও তার যথেষ্ট গুরুত্ব রয়েছে।

যদিও ২০২৪ লোকসভা নির্বাচনে ১,৩৭,৫৬৪ ভোটে শোচনীয় পরাজয়ের মুখ দেখতে হয় দিলীপ ঘোষকে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে করতি আজাদের কাছে হেরে যান দিলীপ। তবে ২০১৯ এ লোকসভায় মেদিনীপুর থেকে মানস ভূঁইয়া কে হারিয়েছিলেন দিলীপ। তবে রাজনৈতিক মহলের মতামত নির্বাচনে হার জিত থাকবেই কিন্তু দিলীপের অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রজ্ঞা মাথায় রেখে বিজেপি নেতৃত্ব তাকে খড়গপুরে দাঁড় করাতে পারে বলেই মনে করছে তারা।

Advertisements