
কলকাতা: কাঁথিতে তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা তুঙ্গে (Kanthi TMC leader)। তৃণমূলের প্রকাশ্য জনসভায় তাকে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলতে শোনা যায়। তৃণমূল নেতা তরুণ জানার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তরুণ জানা জেলা পরিষদের মৎস কর্মাধ্যক্ষ হিসেবেই পরিচিত। তবে তরুণ জানার প্রতিক্রিয়া তার এই ভিডিওটি আসলে এআই অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিকৃত করা হয়েছে। বিজেপি অবশ্য তরুনের এই যুক্তি উড়িয়ে দিয়েছে।
ভাইরাল ভিডিওটি প্রথম প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য পড়ে যায়। কাঁথি শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত। নন্দীগ্রাম থেকে কাঁথি এই এলাকায় শুভেন্দুর প্রভাব অপরিসীম। তৃণমূলের একজন জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদাধিকারীর মুখে শুভেন্দুর জয়ধ্বনি শুনে অনেকেই অবাক। বিজেপি নেতারা তো এটাকে তৃণমূলের অন্দরের অসন্তোষের প্রমাণ হিসেবে তুলে ধরছেন।
‘শিক্ষা নেই, অভিজ্ঞতা নেই, নীতি নেই’, ফের বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
সোশ্যাল মিডিয়ায় বিজেপি সমর্থকরা লিখছেন, “তৃণমূলের নেতারাও এখন বুঝে গিয়েছেন কে আসল নেতা!” অন্যদিকে, তৃণমূলের একাংশ কর্মী-সমর্থকরা এই ভিডিওকে ‘ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দিচ্ছেন।তরুণ জানা নিজে এই অভিযোগ অস্বীকার করে স্পষ্ট জানিয়েছেন, ভিডিওটি সম্পূর্ণ বিকৃত। তাঁর দাবি, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যে তৈরি ডিপফেক ভিডিও।
“আমি কখনও শুভেন্দু অধিকারীর নামে স্লোগান দিইনি। এটা বিজেপির ষড়যন্ত্র। AI দিয়ে আমার কণ্ঠস্বর এবং ছবি ব্যবহার করে ভিডিও বানানো হয়েছে,” বলেছেন তরুণ জানা। তিনি আরও যোগ করেন যে, এই ধরনের প্রযুক্তির অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে বদনাম করার চেষ্টা চলছে। তরুণের সমর্থকরা বলছেন, কাঁথিতে তৃণমূলের সংগঠন মজবুত, এই ভিডিও দিয়ে তা ভাঙার চেষ্টা হচ্ছে।
এই ঘটনা কাঁথির রাজনৈতিক মাটিতে নতুন করে উত্তেজনা যোগ করেছে। কাঁথি লোকসভা কেন্দ্র থেকে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী বিজেপির সাংসদ। এলাকায় বিজেপির প্রভাব বাড়ছে, আর তৃণমূল চাপে। গত পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা একের পর এক ধাক্কা খেয়েছে শাসকদল।
এই ভাইরাল ভিডিও যেন সেই চাপেরই প্রতিফলন। তৃণমূলের জেলা নেতৃত্ব এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু অন্দরে তরুণ জানাকে সমর্থন করা হচ্ছে। কেউ কেউ বলছেন, বিজেপি AI-এর অপব্যবহার করে তৃণমূলকে বদনাম করছে।










