কলকাতা: স্বামী তৃণমূলের বিধায়ক। শুধু তাই নয়, তিনি একজন অভিনেতাও বটে। আরও স্পষ্ট করে বলতে গেলে এই বেশ কয়েকমাস আগে তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। হ্যা ফের বিতর্কের কেন্দ্র বিন্দু কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন যে বিধানসভার মোটা ভাতা সত্ত্বেও কাঞ্চন তার স্ত্রী কে দিয়ে লক্ষ্মীভান্ডারের আবেদন করিয়েছেন।
সুকান্ত তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন “গত ১৭ই অক্টোবর ২০২৫ তারিখের একটি লক্ষীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।এটিতে নাম সহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা-তৃণমূল বিধায়কের স্ত্রী!”
গত ১৭ই অক্টোবর ২০২৫ তারিখের একটি লক্ষীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।এটিতে নাম সহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা-তৃণমূল বিধায়কের স্ত্রী!
সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ… pic.twitter.com/t0MXT2racZ
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 4, 2025
তিনি আরও বলেন “সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়া নিয়ে যাঁকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল, দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জ্বলজ্বল করছে এই আবেদনপত্রে। একজন রাজ্যবাসী হিসেবে আমি অবিলম্বে এই আবেদনপত্রটির প্রকৃত সত্যতা জানার আগ্রহ প্রকাশ করছি।”
কাঞ্চন মল্লিককে কটাক্ষ করে সুকান্ত বলেন “ওই প্রতিভাবান বিধায়কের প্রতি আমার যথেষ্ট সম্মান রেখেই জানাচ্ছি, যদি এই আবেদনপত্রটি এবং এতে উল্লেখিত যাবতীয় তথ্য সত্য হয় তাহলে বুঝতে হবে সত্যিই নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের বিধায়কদের ভাঁড়ারে প্রচণ্ড দুর্দশা! রাজ্য বিধানসভার একজন সদস্য হিসেবে মোটা টাকা ভাতা পেয়েও স্ত্রী-কে দিয়ে লক্ষীর ভাণ্ডারের জন্য আবেদন করানো হচ্ছে।”
এই পোস্ট ঘিরে স্বভাবতই বেড়েছে চাঞ্চল্য এবং নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি বিধায়ক কে। তাদের মতে এই ধরণের লোকের জন্যই আজ তৃণমূলের এই দুরবস্থা। যারা নিজের সন্তানের জন্মের বিল বিধানসভায় জমা দেয় তাদের আর নতুন করে কিছু বলার ভাষা নেই। তারা আরও বলেছেন যে নির্বাচনের আগে কাঞ্চনের মত বেড়াল তপস্বীরা বুঝে গেছে যে এবারে তৃণমূলের হালহকিকত বিশেষ সুবিধার নয়। তাই আগের থেকে কিছু পয়সা রোজগার করে নেওয়ার ধান্দা।
শুধু নেটিজেনরা নয় এই ঘটনায় সরব রাজনৈতিক মহলও। তারা তাদের মত প্রকাশ করতে গিয়ে বলেছেন তৃণমূলের খারাপ অবস্থার পিছনে এই তথাকথিত রাজনীবিদরাই দায়ী। যারা দুই নৌকোয় পা দিয়ে চলছে। সম্প্রতি উত্তরপাড়ায় কাঞ্চনের নামে নিখোঁজ পোস্টারে চাঞ্চল্য ছড়িয়েছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই কটাক্ষ করেছিলেন বিরোধীরা। সম্প্রতি কলকাতার একটি হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে অভব্য আচরণ করে কটাক্ষের মুখে পড়েন কাঞ্চন এবং শ্রীময়ী। এবং আবারও এই লক্ষ্মী ভান্ডার কান্ড কে কেন্দ্র করে কটাক্ষের শিকার কাঞ্চন।


