HomeBharatPoliticsদেড় দিন কেটে গেলেও এখনও স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তারেরা

দেড় দিন কেটে গেলেও এখনও স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তারেরা

- Advertisement -

মঙ্গলবার দুপুরের পর থেকেই স্বাস্থ্যভবনের সামানে আন্দোলনে বসেন জুনিয়র চিকিৎসকরা৷ রোদ,বৃষ্টি উপেক্ষা করেই কেটে গিয়েছে প্রায় দেড় দিন৷ কিন্তু কোনও সুরাহা না মেলায় চিকিৎসকেরা তাঁরা তাঁদের পাঁচটি দাবিতে একেবারে অনড় রয়েছেন৷ তাঁদের পরিষ্কার বক্তব্য,যতক্ষণ না পাঁচ দফা দাবি পূরণ করবে রাজ্য সরকার, ততদিন তাঁরা এইভাবে আন্দোলন চালিয়ে যাবেন৷

যদিও সরকারের তরফ থেকে দফায় দফায় ইমেল চালাচালি হলেও আসল সমস্যার সমাধান হয়নি এখনও৷ কখনও নবান্ন থেকে ইমেল এসেছে,বৈঠকে বসার জন্য৷ আবার কখনও নবান্নকে কয়েকটি পাল্টা শর্ত বেঁধে দিয়েছেন আন্দোকারীরা৷ এতকিছুর পরেও কোনও সুরাহা এখনও মেলেনি৷

   

তবে সরকারের তরফ থেকে নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৈঠকের পর তাঁরা জানিয়েছিলেন, এই আন্দোলনের মধ্যে রাজনীতি জড়িয়ে গিয়েছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে চিকিৎসকদের সঙ্গে খোলা মনে আনোচনার কথা বলা হয়েছে৷ । কোনও শর্ত সাপেক্ষে নয়।

অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের দাবি, পুরো বিষয়টি সরকারের কাছে একেবারে পরিষ্কার৷ আশা করা যায়, সমস্ত দাবিকে মেনে নেওয়া হবে৷ এটিকে ডাক্তারদের জেদ না বলাই ভাল৷ জেদ বললে বিষয়টি ছোট করা হচ্ছে। এই ধর্ষণ ও খুনের ঘটনায় কারা জড়িত রয়েছে তাঁদেরকে সামনে আনা হোক৷ কেন অপরাধীদের ধরা হচ্ছে না, প্রায় একমাস কেটে গিয়েছে৷ এখনও কোনও সুরাহা মিলল না৷ তাঁরা চেয়েছেন খোলা মনে সবার সামনে আলোচনা হোক। পাশাপাশি এও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সকলের অভিভাবক, সে ক্ষেত্রে উনি থাকবেন কি না,তার নিশ্চয়তা নেই। এটা কোনও জেদ নয়,এটা অধিকার।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular