অনশনরত জুনিয়র চিকিৎসকদের সমর্থনে দেশজুড়ে অনশনের ডাক আইএমএ-এর

আরও জোরালো হল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন। দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাওয়া জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Hunger Strike) এবার পাশে এসে দাঁড়ালেন দেশের সব…

IMA Calls for Nationwide Hunger Strike in Support of Junior Doctors.

আরও জোরালো হল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন। দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাওয়া জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Hunger Strike) এবার পাশে এসে দাঁড়ালেন দেশের সব রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। কারণ সারা দেশজুড়ে এবার অনশনের ডাক দিয়েছে আইএমএ। জানা যাচ্ছে, ১২ ঘন্টা অনশনের ডাক দিয়েছেন তারা।

রবিবার আইএমএ-র সমস্ত রাজ্য ও আঞ্চলিক শাখার প্রধানদের নির্দেশ দিয়ে আইএমএ জানিয়েছে, পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়ে তারা এবার দেশ জোড়া কর্মসূচি করতে চলেছেন। আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অনশন করবেন জুনিয়র চিকিৎসকেরা।

   

দশমীর পরেরদিন অপরিবর্তিত সোনার দাম, কলকাতায় রুপোর দাম কত?

মূলত, নিজেদের মেডিক্যাল কলেজ ও হস্টেলগুলিতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করবেন সকলে। আর এই কর্মসূচিটি নেতৃত্ব দেবেন আইএমএ জেডিএন (জুনিয়র ডক্টর্‌স নেটওয়ার্ক) এবং আইএমএ এমএসএন (মেডিক্যাল স্টুডেন্ট্‌স নেটওয়ার্ক)-এর সদস্যেরা। ইতিমধ্যেই রবিবার দুপুরে এই কর্মসূচি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনার জন্য আইএমএ-র রাজ্যশাখার প্রেসিডেন্ট ও সভাপতিদের নিয়ে একটি জরুরি মিটিং-এর আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের অনশনের প্রেক্ষিতে সর্বভারতীয় রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (এফএআইএমএ) থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে এফএআইএমএ-র সদস্যেরা কার্যত হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন, দাবি না মানলে দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেবেন তারা।

প্রশাসন-জুনিয়র চিকিৎসকদের মধ্যে অচলাবস্থা কাটাতে উদ্যোগী অপর্ণা সহ বিদ্বজ্জন, দু’পক্ষকেই পাঠালেন ইমেল

এমনকি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সেদিনই রাতে প্রেস বিবৃতিতে রাজ্য প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিল আইএমএ বেঙ্গল। ওই বিবৃতিতে বলা হয়েছিল, জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনে পর পর অনশনরত চিকিৎসকরা অসুস্থ হয়ে পড়ছেন।

তাই তাঁদের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন হয়ে প্রশাসনকে চিকিৎসকদের সমস্যা সমাধান করার বার্তা দিয়েছিল তারা। এমনকি তাঁরা এও জানিয়েছিলেন, প্রশাসন উদ্যোগী না হলে চরম পদক্ষেপ নেবেন তাঁরা। এবার সেই পদক্ষেপই গ্রহণ করলেন তারা। প্রসঙ্গত, শুক্রবার দিল্লি থেকে আইএমএ-র প্রেসিডেন্ট আরভি অশোকান এসেছিলেন ধর্মতলায় আন্দোলনরত চিকিৎসকদের অনশনমঞ্চে।

হকি স্টিক, উইকেট নিয়ে এসএসকেএম-এ তাণ্ডব দুষ্কৃতীদের, উঠল নিরাপত্তার প্রশ্ন

তাঁদেরকে অনশন প্রত্যাহার করারও অনুরোধ করেন। এরপরেই মঙ্গলবারের এই কর্মসূচির কথা জানান সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র বেঙ্গল শাখা।