জুনিয়র চিকিৎসকদের ‘মহামিছিল’-এর আবেদন খারিজ পুলিশের

১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মতলায় শনিবার রাত থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা (Hunger Strike Of Junior Doctors)। এর মধ্যে আগেই পঞ্চমীর…

Junior doctors' 'mass rally' application rejected by police.

১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মতলায় শনিবার রাত থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা (Hunger Strike Of Junior Doctors)। এর মধ্যে আগেই পঞ্চমীর দিন ‘মহামিছিল’-এর ঘোষণা করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের সময় কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার অনশনমঞ্চ পর্যন্ত মিছিল হবে বলে জানানো হয়েছিল চিকিৎসকদের তরফ থেকে।

কিন্তু সেই মিছিল করার অনুমতি পেলে না কলকাতা পুলিশ। সোমবার সাংবাদিক বৈঠক করে অনশনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সমর্থন জানিয়ে এদিনই তাঁদের সঙ্গে যোগ দিয়েছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। সেখানে সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছিল ইউটিউবে অনশনের লাইভ স্ট্রিমিং-এর কথা।

   

এদিন জুনিয়র চিকিৎসকরা মঙ্গলবার অর্থাৎ পঞ্চমীর দিন মহামিছিলের ডাক দিয়েছিলেন। এবার পঞ্চমীর দিন চিকিৎসকদের সেই মহামিছিলের আবেদন খারিজ করে দিল পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার গভীর রাতে পুলিশের তরফে তাদের মেল করে এই কথা জানানো হয়েছে।

জানা গেছে, পুজোর ভিড় ও যানজটের কারণ দেখিয়ে সেই আবেদন খারিজ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পুজোর মধ্যে ধর্মতলা চত্বরে মিছিলের কারণে মানুষের প্রবল সমস্যা তৈরী হতে পারে। এমনকি তীব্র যানজটের কারণে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে বলে এমন যুক্তি দিয়ে চিকিৎসকদের ‘মহামিছিল’ বাতিল করেছে কলকাতা পুলিশ।

এদিকে ধর্মতলায় আমরণ অনশন চালানো সাত জুনিয়র চিকিৎসকের শারীরিক পরিস্থিতি খারাপ হচ্ছে বলে মঙ্গলবার জানায় আরজি করের জুনিয়র চিকিৎসকরা। এমনকি এদিন জলের গাড়ি আসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ধর্নামঞ্চে আসার আগে জলের গাড়ির আটকানোর অভিযোগ তোলেন জুনিয়র চিকিৎসকরা। এরপর ধর্মতলায় পুলিশকে ঘিরে দীর্ঘক্ষণ জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ দেখানোর পরে বচসার পর জলের গাড়ি ছাড়ে পুলিশ।