মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে।বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। আর এই বিশেষ সংশোধন কর্মসূচির উদ্দেশ্য ছিল ভোটার তালিকা হালনাগাদ করা এবং ভুয়ো নাম মুছে ফেলা। কিন্তু ঠিক এর পরের দিনই এক রহস্যজনক ঘটনায় তোলপাড় হয়ে গেল পূর্ব বর্ধমান জেলা।
বুধবার সকালে পূর্বস্থলীর একটি জলাশয় থেকে উদ্ধার হয় শতাধিক আধার কার্ড (Aadhaar Card) ও সরকারি নথি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, তিনটি বড় বস্তার ভিতরে আধার কার্ড, ভোটার সংশ্লিষ্ট কাগজপত্র এবং কিছু ব্যক্তিগত নথি পড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে কেউ এই সমস্ত নথি জলাশয়ে ফেলে দিয়েছে
ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা আধার কার্ড ও কাগজপত্র বাজেয়াপ্ত করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং প্রাথমিকভাবে এটি তদন্তের আওতায় আনা হয়েছে। প্রশাসনের একাধিক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহকুমাশাসক জানিয়েছেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হবে। কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে, আধার কার্ড উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে পারস্পরিক দোষারোপে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বিজেপির অভিযোগ, রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার পর ভুয়ো ভোটারদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিজেপি নেতাদের দাবি, “এসআইআর প্রক্রিয়ায় ভুয়ো ভোটারদের নাম মুছে যাওয়ার আশঙ্কায় এই ভুয়ো আধার কার্ডগুলো ফেলে দেওয়া হয়েছে।” তাদের মতে, এটি রাজ্যে দীর্ঘদিন ধরে চলা ভোটার তালিকা জালিয়াতির প্রমাণ।


