HomeWest BengalKolkata Cityহুমায়ুন কবির নিয়ে অস্বস্তিতে রাজ্যসরকারকে রাজ্যপালের চিঠি

হুমায়ুন কবির নিয়ে অস্বস্তিতে রাজ্যসরকারকে রাজ্যপালের চিঠি

- Advertisement -

কলকাতা: হুমায়ুন কবির নিয়ে এবার সরব রাজ্যপাল। করা হোক প্রিভেন্টিভ গ্রেফতার (Governor’s Letter Regarding Humayun Kabir)। এই মর্মেই রাজ্য সরকারকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদের ভরতপুরে বাবরি মসজিদ এবং তার ভিত্তি প্রস্তর স্থাপন নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে। এবার এই উত্তেজনাকেই আরও খানিকটা উস্কে দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস।

লোকভবন সূত্র বলছে, চিঠিতে রাজ্যপাল স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, হুমায়ুনের মতো নেতাদের বক্তব্য যদি জনসাধারণের শান্তি-সুরক্ষা বিঘ্নিত করে, তাহলে প্রিভেনটিভ ডিটেনশন আইনের অধীনে গ্রেফতার করা উচিত। এটা কোনও নতুন নির্দেশ নয় ভারতের সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যপালের উপর। বোস, যিনি ২০২২ সাল থেকে রাজ্যপাল হিসেবে তৃণমূল সরকারের সাথে ঘনঘন টানাপোড়েনে জড়িয়ে পড়েছেন, এবারও তাঁর অবস্থান স্পষ্ট করেছেন।

   

OTP ছাড়া টিকিট পাবেন না, নিয়ম বদলাতে চলেছে রেল

তিনি বলেছেন, “রাজ্যের শান্তি যদি বিপন্ন হয়, তাহলে আমি নীরব থাকব না। সরকারকে ব্যবস্থা নিতে হবে, না হলে আমি কেন্দ্রের সাথে আলোচনা করে পদক্ষেপ নেব।” এই চিঠির কপি রাজ্যের প্রধান সচিব এবং পুলিশ কমিশনারকেও পাঠানো হয়েছে, যাতে তারা তাৎক্ষণিকভাবে অ্যাকশন নেয়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরী করার পরিকল্পনা করেছেন এবং আগামী ৬ ডিসেম্বর এই মসজিদের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রায় ২ লক্ষ মানুষ জড়ো হবেন এমনটাই বলেছিলেন।

এই ইস্যুতে বাংলা তথা সারা ভারত বর্ষের রাজনীতিতে উত্তেজনার বাতাবরণ। বিজেপি নেতৃত্ব হুমায়ূনের এই পরিকল্পনাকে কেন্দ্র করে বার বার সরব হয়েছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার সাম্প্রতিক বক্তব্যে হুমায়ূনকে ‘মাদ্রাসা ছাপ’ বলে উল্লেখ করেছিলেন।

তার সঙ্গে তিনি অতীতের ভারতের বুকে ঘটে জোস বাবরি মসজিদের অন্ধকার অতীত ও টেনে এনেছিলেন তার বক্তব্যে। আজ রাজ্যপালের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বিরোধী শিবির বলেছে রাজ্যপালের পদক্ষেপ একদম সঠিক। রাজ্যের শান্তিভঙ্গ হলে হুমায়ূনকে গ্রেফতার করা হোক এবং তা আইন সম্মতভাবে সিদ্ধ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular