HomeBharatPoliticsকালীগঞ্জ ঘটনায় ‘রাজধর্ম’ পালনে সক্রিয় মুখ্যমন্ত্রী মমতা

কালীগঞ্জ ঘটনায় ‘রাজধর্ম’ পালনে সক্রিয় মুখ্যমন্ত্রী মমতা

- Advertisement -

সোমবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিনই (Kaliganj) বড় চাঞ্চল্য ছড়ায়, যখন ভোটগণনার পরে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালিকার। ঘটনাটি ঘটে(Kaliganj) বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রামে। বিজয় মিছিলের সময় আচমকাই বোমা ফাটে, এবং তাতেই মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী ঐ নাবালিকার। এই মর্মান্তিক ঘটনায় রাজ্যজুড়ে শোক এবং ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে(Kaliganj) 

ঘটনার গুরুত্ব অনুধাবন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ সামাজিক মাধ্যমে পোস্ট করে দোষীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তাঁর নির্দেশ পাওয়ার কিছু ঘণ্টার মধ্যেই(Kaliganj) পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ ও আনোয়ার শেখ। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে(Kaliganj) 

   

ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানার জন্য তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কয়েকজনকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।(Kaliganj) 

মৃতার পরিবার শোকে ভেঙে পড়েছে। তাঁদের দাবি, দ্রুত দোষীদের (Kaliganj) কঠোর শাস্তি দেওয়া হোক। ছোট্ট মেয়েটির মৃত্যুতে গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে। সোমবারের পর মঙ্গলবার সকালেও পুলিশ গ্রামে উপস্থিত থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে(Kaliganj) 

এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিজয় মিছিল ঘিরে এভাবে প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর সক্রিয়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া হলেও রাজনৈতিক দলগুলির মধ্যে দোষারোপের পালা শুরু হয়েছে। প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই এলাকাবাসী চাইছে দ্রুত ন্যায়বিচার।(Kaliganj) 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular