‘দৌড় থামবে না এখনও!’ অভিষেকের ইনস্টা পোস্ট ভাইরাল

After Supreme Court’s Order, Abhishek Banerjee Declares ‘Victory for Bengal

কলকাতা, ১৯ অক্টোবর: রাজনীতি, দায়িত্ব, চাপে ভরা জীবন—সবকিছুর মধ্যেই নিজেকে ধরে রাখার একমাত্র পথ খুঁজে পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । আর সেই পথ ওয়ার্কআউট। রাজনীতির ব্যস্ততম নেতাদের তালিকায় অন্যতম তিনি, অথচ নিজের ফিটনেস এবং মানসিক সুস্থতার দিকেও রাখেন সমান নজর। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর একটি স্টোরি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও জল্পনা।

Advertisements

‘#TreadmillTruth**’ হ্যাশট্যাগ দিয়ে অভিষেক লেখেন, *“Run until your thoughts get quiet” — অর্থাৎ “তোমার চিন্তারা শান্ত না হওয়া পর্যন্ত দৌড়ো।” এই কথার সঙ্গে পোস্ট করেন একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে জিমের ট্রেডমিলের উপর একটি জোড়া স্নিকার পরা পেশিবহুল পা—দেখেই বোঝা যায় নিয়মিত ট্রেনিং করা শরীরের ছবি এটি।

   

এই পোস্টের মধ্য দিয়ে স্পষ্ট যে, অভিষেক কেবল শরীরচর্চা করেন না, মানসিক চাপ ও অস্থিরতা থেকে মুক্তি পেতেও ফিটনেসকে বেছে নিয়েছেন। এই মেসেজ শুধু নিজের জন্য নয়, অনুসারীদের কাছেও এক ধরনের অনুপ্রেরণা হয়ে উঠেছে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন যে কতটা ব্যস্ত, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কলকাতা থেকে দিল্লি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া হয়ে কাজ করা, দলীয় কৌশল নির্ধারণ, সভা-সমাবেশ—সব মিলিয়ে প্রতিদিন তাঁর সময় কাটে দৌড়ে দৌড়ে। তবু সময় বার করে তিনি ফিটনেস রুটিন মেনে চলেন।

Advertisements

তৃণমূলের অন্দরের খবর, অভিষেকের চেহারায় গত কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে। আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী ও শক্তিশালী মনে হচ্ছে তাঁকে। পার্টির অনেক নেতাই বলছেন, “ওর মধ্যে একটা জেদ রয়েছে।

‘চিন্তা থামা পর্যন্ত দৌড়ো’—এই বার্তাটিকে অনেকেই কেবল ফিটনেস ইনস্পিরেশন হিসেবে দেখছেন না। রাজনীতির ময়দানে চলতে থাকা টানাপোড়েন, বিরোধীদের আক্রমণ, প্রশাসনিক চ্যালেঞ্জ—সব মিলিয়ে অভিষেক কি কোনও গভীর বার্তা দিতে চাইছেন? কেউ কেউ বলছেন, এটা তাঁর রাজনৈতিক মানসিকতাকেও তুলে ধরছে—চ্যালেঞ্জ যতই আসুক, থামা নেই, দৌড় চলবেই!