Firhad Hakim: ববিকে ‘পর্ক চপ’ খাওয়ান, মমতাকে পরামর্শ তথাগতর

ফিরহাদ হাকিম (Firhad Hakim) ওরফে ববি। রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র (Firhad Hakim)। তাঁকে নিয়েই মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিলেন তথাগত রায়। ববি হাকিমকে পর্ক চপ খাওয়ানের…

Firhad-Tathagata

ফিরহাদ হাকিম (Firhad Hakim) ওরফে ববি। রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র (Firhad Hakim)। তাঁকে নিয়েই মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিলেন তথাগত রায়। ববি হাকিমকে পর্ক চপ খাওয়ানের পরামর্শ দিয়েছেন।

এ নিয়ে সোশাল মিডিয়ায় তথাগত রায় লিখেছেন, ‘মমতা নাকি মোদীজিকে নিজের রাঁধা মাছভাত খাওয়াতে চান! সাধু প্রস্তাব। কিন্তু তার আগে একবার নিজের অনুচর ফিরাদ হাকিমকে একবার পর্ক চপ খাইয়ে দেখান না।’ এখানেই শেষ নয়। তথাগত রায় আরও লিখেছেন, ‘এক ঢিলে তিন পাখি মারা হবে ! ধর্মনিরপেক্ষতা জাহির করাও হবে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম- দেখানোও হবে, আর চপ শিল্পের গুণগানও হবে!’

   

মাংস খাওয়ার সঙ্গে মোঘলদের তুলনা টেনেছেন নরেন্দ্র মোদি। এ নিয়ে ভোটের রাজনীতির হাওয়া গরম। এ নিয়েই পালটা কটাক্ষ করেন তণমূলনেত্রী নরেন্দ্র মোদি। সভামঞ্চে দাঁড়িয়ে নিজে মাছ রান্না করে মোদিকে খাওয়াবেন বলেও জানান। এ নিয়েও সোশাল মিডিয়ায় প্রচারে ঝড় তোলে তৃণমূল। এ নিয়েই পালটা তৃণমূলকে কটাক্ষ করেছেন তথাগত রায়।

Mamata Banerje: বড় ঘোষণা মমতার, বিজেপি হারলেই I.N.D.I.A-কে বাইরে থেকে সমর্থন করবে তৃণমূল

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যের রাজ্যপাল ছিলেন। রাজনীতির ময়দানে বরাবরই মেরুকরণ অস্ত্রে শান দিয়েছেন। প্রত্যক্ষ রাজনীতি থেকে দূরে থাকলেও তাঁর অবস্থান বদলায়নি। পর্ক অর্থাৎ শুকরের মাংস। মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন সেই মাংসের চপ ববি হাকিমকে খাওয়ানোর।

মুসলিম ববি হাকিমকে পর্ক চপ খাওয়ানোর পরামর্শে জোর চর্চা শুরু হয় সোশাল মিডিয়ায়। এর জবাবও দিয়েছেন তথাগত রায়। তিনি লিখেছেন, ‘পর্ক চপের কথা বলেছি বলে অনেকের খুব চুলকুনি হয়েছে দেখছি। কান খুলে শুনে রাখুন: বাঙালি বা হিন্দু মানে শুধু তথাকথিত উচ্চবর্ণের ব্রাহ্মণ-কায়স্থ-বৈদ্য নয়। এঁদের মধ্যে হাড়ি, ডোম, ইত্যাদি সম্প্রদায়ের মানুষও আছেন। এঁরা হয়তো পর্ক চপ খান না, কিন্তু শুওরের মাংসের ডালনা খান, অনেকে শুওর পালনও করেন। তালতলা অঞ্চলে বাঙালি খ্রিস্টান বেশ কিছু আছেন, তাঁরা সবাই শুওরের মাংস খান। টালিগঞ্জ ফাঁড়ি থেকে টালিগঞ্জ সার্কুলার রোড বরাবর একটু এগুলেই বাঁদিকে শুওরের মাংসের দোকান পাবেন। নিউ মার্কেট অঞ্চলে, ফ্রি স্কুল স্ট্রিটে, এন্টালি মার্কেটে শুওরের মাংসের দোকান আছে। এঁরা কি কলকাতার মহামান্য মেয়রের আওতার মধ্যে পড়েন না? না কি এঁদের ভোট মাননীয়ার দরকার নেই, শুধু মিনি-পাকিস্তান আর দুধেল গাইদের ভোটেই উনি কেল্লা ফতে করবেন ?’