নির্বাচন কমিশনের কড়া নজরদারি, রাজ্যে এল ১২ জন রোল অবজ়ারভার

রাজ্যের নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তপোক্ত ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন  (Election Commisiion) । রাজ্যের জন্য নতুন করে ১২ জন রোল অবজ়ারভার নিয়োগ…

Election Commission Steps Up Oversight, 12 Roll Observers Deployed

রাজ্যের নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তপোক্ত ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন  (Election Commisiion) । রাজ্যের জন্য নতুন করে ১২ জন রোল অবজ়ারভার নিয়োগ করা হয়েছে। এই মর্মে এ দিন একটি নোটিফিকেশন জারি করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় কাজের উপর কড়া নজরদারি চালাতেই এই সিদ্ধান্ত বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

Advertisements

নির্বাচন কমিশনেরElection Commisiion পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত রোল অবজ়ারভাররা রাজ্যের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করবেন। ভোটার তালিকার সংশোধন, নতুন ভোটার সংযোজন, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ভুয়ো বা দ্বৈত নাম যাচাই—এই সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কি না, তার উপর সরাসরি নজর রাখবেন তাঁরা। পাশাপাশি জেলা প্রশাসন ও নির্বাচনী আধিকারিকদের কাজকর্মও তদারক করবেন এই অবজ়ারভাররা।

   

কমিশন সূত্রে Election Commisiionখবর, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে কোনও রকম বিতর্ক বা অভিযোগ এড়াতেই আগেভাগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই ভোটার তালিকায় অনিয়ম, ভুয়ো ভোটার সংযোজন বা বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ তুলে আসছে। সেই প্রেক্ষিতেই কমিশন চাইছে, ভোটার তালিকা সংক্রান্ত পুরো প্রক্রিয়ায় যেন সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকে।

নতুন রোল অবজ়ারভাররা সরাসরি নির্বাচন কমিশনের Election Commisiionকাছে রিপোর্ট জমা দেবেন। কোনও জেলা বা মহকুমায় ভোটার তালিকা সংশোধন নিয়ে অভিযোগ উঠলে, তাঁরা নিজেরা সরেজমিনে তদন্ত করতে পারবেন। প্রয়োজনে জেলা নির্বাচন আধিকারিক বা ব্লক স্তরের আধিকারিকদের কাছ থেকে ব্যাখ্যা তলব করার ক্ষমতাও থাকবে তাঁদের হাতে।

 

 

Advertisements