সেলিম পুত্রের পদবী সংক্রান্ত বিভ্রান্তি স্পষ্ট করল কমিশন

সিপিএমের রাজ্য সভাপতি মহম্মদ সেলিম ও তাঁর পুত্র অতিশ আজিজের নামের পাশে ‘অবস্থি’ (Election Commission clarification on Md Salim surname)পদবি যুক্ত হওয়া নিয়ে তৈরি হওয়া…

election-commission-clarifies-md-salim-atish-aziz-surname

সিপিএমের রাজ্য সভাপতি মহম্মদ সেলিম ও তাঁর পুত্র অতিশ আজিজের নামের পাশে ‘অবস্থি’ (Election Commission clarification on Md Salim surname)পদবি যুক্ত হওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে অবশেষে সরকারি স্পষ্টীকরণ এল। শুক্রবার কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (ডিইও) দফতর থেকে অফিসিয়ালি জানানো হয়েছে ভোটার তালিকায় মহম্মদ সেলিম কিংবা তাঁর পুত্র অতিশ আজিজের নামের পাশে ‘অবস্থি’ বা ‘আবাস্থি’ পদবি যোগ করার কোনও ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট প্রতিবেদনে প্রকাশিত তথ্যকে নির্বাচন দফতর “তথ্যগতভাবে ভুল” বলে উল্লেখ করেছে।

Advertisements

১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, SIR (Special Intensive Revision) খসড়া ভোটার তালিকায় সিপিএম নেতা মহম্মদ সেলিম ও তাঁর পুত্র অতিশ আজিজের নামের পাশে ‘অবস্থি’ পদবি যুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনের শিরোনাম ও উপস্থাপনা ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

   

বঙ্গ রাজনীতিতে নয়া বিতর্ক, মদন মিত্রের ‘ভগবান রাম’ মন্তব্যে বিজেপি ক্ষুব্ধ

এই প্রেক্ষিতে কলকাতা পোর্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ডিইও দফতর একটি লিখিত চিঠির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে জানায়। চিঠিতে বলা হয়েছে, ১৫৮–কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়।

সেই খসড়া তালিকায় পার্ট নম্বর ২৫৮–এর ৪০৬ নম্বর ক্রমিক স্থানে ভোটার হিসেবে নথিভুক্ত আছেন অতিশ আজিজ, পিতা মহম্মদ সেলিম। ডিইও দফতরের বক্তব্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা ২০২৬ এবং চূড়ান্ত ভোটার তালিকা ২০২৫ দুটিতেই অতিশ আজিজ ও তাঁর পিতা মহম্মদ সেলিমের নাম সঠিকভাবেই উল্লেখ রয়েছে।

Advertisements