ট্রাম্প জিতলেও আর ‘ফার্স্ট লেডি’ হবেন না মেলানিয়া! ফিসফাস মার্কিন মুলুকে

   হোয়াইট হাউসে আর পা রাখবেন না মেলানিয়া ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প এবার প্রেসিডেন্ট হলে তাঁর ‘ফার্স্ট লেডি’ হতে চান না তিনি। কেন? নেপথ্যে কী কারণ…

  

হোয়াইট হাউসে আর পা রাখবেন না মেলানিয়া ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প এবার প্রেসিডেন্ট হলে তাঁর ‘ফার্স্ট লেডি’ হতে চান না তিনি। কেন? নেপথ্যে কী কারণ বিচ্ছেদ না অন্য কিছু, ভোটের মুখে এমনই কানাঘুষো শোনা যাচ্ছে মার্কিন রাজনীতিতে। 

আগামী নভেম্বরেই আমেরিকায় সাধারন নির্বাচন। আর এই নির্বাচনে জিতে খুব সম্ভবত পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান মার্কিন রাজনীতির হাল হকিকত যেদিকে যাচ্ছে তাতে আসন্ন নির্বাচনে রিপাবলিকানেরাই হোয়াইট হাউসের ক্ষমতা দখল করতে চলেছে। এই নিয়ে একরকম জনমত গড়ে উঠেছে মার্কিন মুলুকের অলিগলিতে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন গত চার বছর ধরে অভিবাসী নীতি নিয়েছেন তাতে তিতিবিরক্ত মার্কিনি সমাজ।

   

ঢাকার গুলশানে জঙ্গি হামলার কালরাত পেরিয়ে তদন্ত কোন দিকে? বিশেষ নজরে বর্ধমান

এছাড়াও ইউক্রেন ও গাজায় লাগাতার যুদ্ধ নিয়ে বিব্রত তাঁরা। সম্প্রতি বিভিন্ন মার্কিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইজরায়েল বিরোধী আন্দোলনের যেভাবে ঝড় উঠেছে তাতে বেকায়দায় পড়েছে বাইডেন প্রশাসন। তাই ‘এগিয়ে থাকা’ প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আটকাতেও মরিয়া হয়ে উঠেছে বাইডেন। পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলস মামলা ও নিজের বানিজ্য সংক্রান্ত মামলায় প্রাক্তণ প্রেসিডেন্টকেই আইনি জালে ফাঁসাতে সক্রিয় হয়ে উঠেছে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট। নিউইয়র্ক কোর্টে তাঁর বিরুদ্ধে মামলাও চলছে। এমন অবস্থায় নয়া প্রেসিডেন্ট হলে ডোনাল্ড ট্রাম্পের ‘ফার্স্ট লেডি’ হতে চান না মেলানিয়া। 

ভারতীয় নাগরিকই নন? সাংসদ পদ বাতিলের দাবিতে রাহুলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা!

ছেলের সঙ্গে সময় কাটানোই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রাম্প এবং মেলানিয়ার ছেলে ব্যারনের বয়স ১৮। শীঘ্রই তিনি নি‌উ ইয়র্কে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। ব্যারন এর আগে কখনও একদম একা একা থাকেননি। একে নতুন শিক্ষায়তন, নতুন শহর, তার সঙ্গে যদি প্রেসিডেন্টের ছেলে বলে সর্বক্ষণ বাড়তি চর্চার কেন্দ্রবিন্দু হতে হয়, সেটা তাঁর পক্ষে একা হাতে সামলানো কঠিন হবে বলে মনে করছেন মেলানিয়া। নিউ ইয়র্ক শহরটা ডেমোক্র্যাটদের ঘাঁটি, এটাও তাঁর চিন্তার কারণ।

সংবিধান মেনেই ‘দন্ড’-র পরিবর্তে ‘ন্যায়’, বিরোধীদের চুপ করাতে মুখ খুললেন অমিত শাহ

মা হিসেবে যথেষ্ট সতর্ক মেলানিয়া। তাঁর ছেলের পড়াশুনা নিয়ে সর্বদা নজর রাখেন তিনি। হয়তো সেই কারণেই ‘ফার্স্ট লেডি’ হতে চান নি তিনি। কারণ মার্কিন সংবিধান অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই থাকতে হয় ‘ফার্স্ট লেডি’কে। যেকোনও অনুষ্ঠান কিংবা বিদেশ সফরে প্রেসিডেন্টের সঙ্গে থাকেন ‘ফার্স্ট লেডি’। কিন্তু এখন এসব করলে হয়তো ক্ষতি হতে পারে ব্যারনের তাই নিজেকে ‘সরিয়ে রাখার’ সিদ্ধান্ত নিলেন মেলানিয়া। এমনটাই মনে করছে মার্কিন রাজনৈতিক মহল।

আবার, ডোনাল্ড ট্রাম্পের একাধিক যৌন কেলেঙ্কারি নিয়েও নিজের অবস্থান নিয়ে আগেও দুরত্ব বাড়িয়েছিলেন মেলানিয়া। ট্রাম্পের পতনের পর তাঁর সঙ্গে বিচ্ছেদের দাবিও করেছিলেন তিনি। তা নিয়ে সরগরম হয়েছিল মার্কিন রাজনীতি। কিন্তু এবার মেলানিয়ার নতুন দাবি নিয়েও কিন্তু ‘রহস্য’ খুঁজছেন নিন্দুকেরা।