দিলীপ ইঙ্গিতে জানালেন পঞ্চায়েত ভোটে বিজেপির করুণ হাল হবে

Dilip Ghosh

নৈরাজ্যের অপর নাম হয়ে দাঁড়িয়েছে ভাঙড়। পঞ্চায়েত ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু করে মুহুর্মুহু বোমা আর গুলিতে জর্জরিত ভাঙড়। বৃহস্পতিবার রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল গোটা এলাকা। ভঙড়ের মত জায়গায় বহু আসনে মনোনয়নই জমা দিতে পারেনি বিজেপি, এমনই বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের।

Advertisements

গত চার দিন ধরে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা ভাঙড়। গতকাল রণক্ষেত্রে পরিণত হয়েছিল গোটা এলাকা। চারিদিকে শুধু বোমা, বন্দুকের শব্দ ভেসে বেড়াচ্ছে। বারুদে আচ্ছন্ন চারিদিক। গোটা ঘটনায় আহত সঙ্গে নিহত হয়েছে একাধিক মানুষ। ভঙড়ের এই মনোনয়ন পর্বের পরিস্থিতি নিয়ে একাধিক কটাক্ষ দিলীপ ঘোষের।

   

তিনি বলেন, “ভাঙ্গরের মতো জায়গায় একাধিক পঞ্চায়েতে আমাদের লোকেরা নমিনেশন করার জন্য রেডি ছিল। কিন্তু যেমন বোম, বন্দুক চলল চার দিন ধরে। আমাদের লোকেরা নোমিনেশন করতে যেতেই পারল না”।এই গোটা ঘটনায় আইএসএফ ও তৃণমূলকে নিশানা করে দিলীপ ঘোষ আরও জানিয়েছেন, কংগ্রেস সিপিএম নেই এখানে। ভঙড়ের গোটা ঘটনার পিছনে রয়েছে, আইএসএফ ও তৃণমূল। ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চাইছে”।

Advertisements

তিনি গতবছরের কথা সামনে এনে দাবি করেছেন, বিজেপির পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে তাদের বাড়িতে সিভিক পুলিশ পাঠিয়ে ধমকি দিয়ে নমিনেশন তোলানো হয়েছিল। এরপর যারা জিতেও গিয়েছিল তাদের পশ্চিমবঙ্গ ছাড়া করা হয়েছে।