খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। অভিযোগ, প্রথম স্ত্রীর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না ঘটিয়েই নাকি দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি। এই দাবি সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র চর্চা শুরু হয়েছে। বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের বক্তব্য। তিনি স্পষ্টভাবে দাবি করেছেন, তাঁদের মধ্যে এখনও কোনও আইনি বিচ্ছেদ হয়নি এবং আইনত তিনি এখনও হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী।(Dilip Ghosh)
অনিন্দিতার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে যদি সত্যিই দ্বিতীয় বিয়ে হয়ে থাকে, তবে তা কি আইনসম্মত? ভারতীয় আইনে প্রথম বিবাহ বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করলে তা অপরাধ হিসেবে গণ্য হয়। ফলে বিষয়টি শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ থাকছে না, বরং আইনি ও নৈতিক বিতর্কের দিকেও গড়াচ্ছে। রাজনৈতিক মহলে তাই এই নিয়ে আলোচনা ক্রমশ জোরালো হচ্ছে।এই পরিস্থিতিতে বিজেপির (Dilip Ghosh)প্রভাবশালী নেতা দিলীপ ঘোষের মন্তব্য ঘিরেও আলাদা করে আগ্রহ তৈরি হয়েছে। হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের রাজনৈতিক সম্পর্কের সমীকরণ নতুন নয়। একসময় দিলীপের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন হিরণ। তাই এই সংবেদনশীল বিষয়ে দিলীপ কী বলেন, সেদিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। অবশেষে মুখ খুললেও, বিষয়টি নিয়ে কোনও বিতর্কে জড়াতে স্পষ্টতই অনিচ্ছুক দিলীপ ঘোষ।
সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেন, “এটা একান্তই ব্যক্তিগত বিষয়। কে কাকে বিয়ে করবে, কীভাবে জীবনযাপন করবে, সেটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত।” তাঁর এই মন্তব্য থেকেই পরিষ্কার, হিরণের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে নারাজ বিজেপির এই বর্ষীয়ান নেতা। তিনি আরও ইঙ্গিত দেন, রাজনীতির বাইরে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা তিনি সমর্থন করেন না।
