কলকাতা: দেশে যত জঙ্গি হামলা হয় তার প্রাণকেন্দ্র কলকাতা। ঠিক এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গতকালের বিহার নির্বাচনের ফলাফলের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে সমর্থন করে সংবাদ মাধ্যমকে এই বার্তা দিলেন দিলীপ ঘোষ। তার সঙ্গে দিলেন সরকার পরিবর্তনের বার্তা। মোদী গতকাল বলেছিলেন গঙ্গা বিহার থেকে বয়ে বাংলায় যায়। সুতরাং আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বাংলাতেও বিপুল আসনে জয়ী হবে বিজেপি।
মোদীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানান যে বাংলায় পরিবর্তনের দরকার আছে। তার সঙ্গে তিনি আরও বলেন যে বাংলা সমস্ত নাশকতামূলক কর্মকান্ডের আস্তানা এবং জঙ্গিদের স্বর্গরাজ্য। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এই ধরণের কর্মকান্ড বন্ধ হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী গতকালই স্পষ্ট বার্তা দিয়েছেন এবং বলেছেন বাংলায় যে জঙ্গল রাজ চলছে তার অবসান ঘটাতে গেলে দরকার বিজেপি সরকার।
ভক্তের ভিড় সামলাতে অযোধ্যায় চলছে নজিরবিহীন প্রস্তুতি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
দিলীপ বলেন রাজ্যের মুসলিম অধ্যুষিত অঞ্চল গুলিতে প্রত্যেকদিন চলছে নাশকতার ছক এবং তাতে ক্ষতি গ্রস্থ হচ্ছে দেশ। যদিও তৃণমূলের পক্ষ থেকে দিলীপের এই মন্তব্যকে যথেষ্ট কটাক্ষ করা হচ্ছে। তারা বলছে দিলীপ ঘোষ নিজেই বিজেপিতে কোনঠাসা তাই তার কথার কোনও দাম নেই. এই প্রসঙ্গে গতকালই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন যে বিহারের ফলাফল এবং বাংলার নির্বাচনের সমীকরণ এক নয়। শুধু তাই নয় বিজেপি কিভাবে এতো ভালো স্ট্রাইক রেটে জিতলো সে বিষয়ও তিনি তদন্ত করার কথা বলেছিলেন।
সুতরাং তৃণমূল এবং বিজেপির এই তরজায় শেষ হাসি কে হাসে তা তো বাংলার নির্বাচনের ফলাফলই বলতে পারে। তবে সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন যে দিলীপ ঘোষ যথার্থই বলেছেন এবং বাংলায় যে দুস্কৃতিরা লুকিয়ে থাকতে পারে এর প্রমান অনেক আগেই পাওয়া গেছে। তারাও দিলীপের সঙ্গে সুর মিলিয়ে বাংলাকে জঙ্গিদের স্বর্গরাজ্য বলতে ছাড়েননি। এবং তারা আরও বলেছেন যে বিশেষ করে সীমান্তবর্তী জেলা গুলিতে যে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে তারাও অপরাধী কিন্তু রাজ্য সরকার তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও ব্যাবস্থাই নেয়না।


